Logo: NYnews52.com





The Birth of Bangladesh


প্রথম পাতা


শুভ জন্মদিন!


১ সেপ্টেম্বর ছিলো বিশিষ্ট গল্পকার জ্যোতিপ্রকাশ দত্তের ৭৪তম জন্মদিন। এনওয়াইনিউজ৫২ ডট কম-এর পক্ষ থেকে আমরা তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এ বছর তাঁর জন্মদিন উপলক্ষ্যে গল্পপাঠ ডট কম একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
কলকাতায় বাংলাদেশ বইমেলা

(২৬ সেপ্টেম্বর, কলকাতা)।। কলকাতায় শুরু হয়েছে 'বাংলাদেশ বইমেলা'। 'গগণেন্দ্র' প্রদর্শনশালায় এই বইমেলা চলবে ২ অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বইমেলার উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী এই মেলায় বাংলাদেশের ২৮টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। বইমেলা উপলক্ষে 'নন্দন মিলনায়তনে' আগামীকাল শুক্রবার বিকালে 'মৈত্রীর জন্য বই' ও ৩০ সেপ্টেম্বর 'বাংলা কথা সাহিত্য ও বাঙালি পাঠক' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় ড. আনিসুজ্জামান, সামসুজ্জামান খান, বেলাল চৌধুরী, সমরেশ মজুমদার, তিলোত্তমা মজুমদারসহ দুই বাংলার লেখক ও সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস যৌথভাবে এই বইমেলার আয়োজন করেছে। বাংলাদেশ থেকে যোগ দেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অনন্যা, অন্য প্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অনুপম প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস, কথা প্রকাশ, কাকলী প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, বিদ্যা প্রকাশ, বেঙ্গল পাবলিকেশনস, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশনস, বাংলা প্রকাশ, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, নবযুগ প্রকাশনী, নালন্দা, সময় প্রকাশন, সন্দেশ, সংঘ প্রকাশন, স্বর প্রকাশনী, সাহিত্য প্রকাশ, বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
বন্দুকধারীদের মাঝে মার্কিন সিটিজেনও রয়েছে: কেনিয়া

এনওয়াইনিউজ৫২: বেশ কয়েকদিন ধরে নায়রোবির শপিং মলে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদীদের যে হত্যাযজ্ঞ চলছে সেই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিক বন্দুকধারীও আছে বলে কেনিয়া সরকার জানিয়েছে। ফরেন মিনিস্টার আমিনা মোহাম্মাদ পিবিএস নিউজকে জানান, "১৮/১৯ বছর বয়সের মার্কিন বন্দুকধারী এই অভিজানে আছে।" এপর্যন্ত তারা ৬২ জনকে হত্যা করছে। শুক্রবার এক অতর্কিত হামলায় ইসলামি জঙ্গী গোষ্ঠী শাবাব-এর অস্ত্রধারীরা নায়রোবির একটি শপিং মল দখল করে নেয়। খবরে প্রকাশ, তারা জিম্মিকৃত সাধারণ মানুষকে ইসলামের নবী মোহাম্মাদের মায়ের নাম জিজ্ঞেস করে। যারা সঠিক উত্তর দেয় তাদের ছেড়ে দেয়া হয়। আর যারা ব্যর্থ হয় তাদের কাউকে গুলি করে হত্যা ও অন্যদেরকে জিম্মি করে রাখা হয়। সরকারী বাহিনী অবশ্য জানিয়েছে ইতিমধ্যে মলটির অধিকাংশ এলাকা তারা দখলে আনতে পেরেছে, এবং সিংহভাগ জিম্মিকে মুক্তি করতে সমর্থ হয়েছে। তবে এখনো কতোজন বন্দুকধারী এবং জিম্মি ওখানে রয়েছে তার সঠিক সংখ্যা ওরা দিতে পারেনি। ইতিমধ্যে ঘটনার চতুর্থ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "আমরা সর্বাত্মক সহযোগীতা করতে চাই; যে কেনো ধরনের সামরিক সাহায্য দিতে আমরা প্রস্তুত।" ওদিকে টুইটারের মাধ্যমে কেনিয়ার অভ্যন্তরিন মন্ত্রনালয় জানিয়েছে যে "প্ররিস্থিতি নিয়ন্ত্রণে" এসেছে। মলটির কর্তৃত্ব নিয়ে সকল জিম্মিকে মুক্তি দিতে পেরেছে বলে সর্বশেষ সংবাদে জানানো হয়েছে। (সিএনএন, রয়টার, এএমনিউজ)
আফগানিস্তানে পুলিশের গুলিতে ৪৬ তালেবান নিহত

সেনাবাহিনী ও ন্যাটোর সহযোগিতায় আফগান পুলিশের ২৪ ঘন্টার অভিযানে প্রায় ৪৬ তালেবান জঙ্গি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৩ সেপ্টেম্বর) একথা জানিয়েছে। পুলিশ কুনার, কাপিসা, জাবুল, উরুজগান, মাইদান ওয়ারদাক লোগার, পাতিকা এবং হেরাত প্রদেশে ধারাবাহিকভাবে অভিযান চালায়। এসময় ৭ তালেবান জঙ্গি আহত এবং ২৭ জন গ্রেফতার হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা বলা হয়নি। (ইত্তেফাক)
মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই রাজাকারের আপীল শুনানি ॥ বার বার সময়ের আবেদন করে কালক্ষেপণ চেষ্টা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই শীর্ষ রাজাকার সাঈদী ও কামারুজ্জামানের আপীল শুনানি ২৪ অক্টোবর পর্যন্ত ঠেকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত। এ জন্য এই নেতাদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের দল থেকে এমনটাই নির্দেশনা দেয়া হয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী শুনানি ২৪ অক্টোবর পর্যন্ত ঠেকিয়ে রাখতে আবারও বার বার সময় আবেদন করে কালক্ষেপণের চেষ্টা করছে আসামিপক্ষের আইনজীবীরা। (জনকণ্ঠ)









আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিন প্রকার ছন্দ/হাসানআল আব্দুল্লাহ
তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ
আলোচনা

অনুপম শব্দমঞ্জুরীময় : শব্দগুচ্ছ/রেজানুর রহমান রেজা

খেলাধূলা

ফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড/নাজনীন সীমন



বিজ্ঞান

পৃথিবীর মতো গ্রহ


পূ্র্ববর্তী সংখ্যা



অন্যান্য পুরোনো সংখ্যা












পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


প্রহসনের এই বিচারে যারা জড়িত তাদেরও বিচার হবে

খন্দকার মাহাবুবের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য


সাকা চৌধুরী
ঢাকা (২ অক্টোবর, ২০১৩) ॥ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পর যুদ্ধাপরাধ বিচার সংশ্লিষ্টদের বিচার করার হুমকি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আরও বলেন, এই বিচারটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। তাঁর এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে হতবাক সবাই। সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক অংগন থেকে শুরু করে সর্বস্তরে। তাঁর এই বক্তব্য আদালত অবমাননার শামিল বলেও মনে করেন কেউ কেউ। হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদ- দেয়। রায়ের আধা ঘণ্টার মাথায় সুপ্রীমকোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান বিএনপির আইনজীবী নেতারা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন ডাকা হয়। বিএনপির অন্যতম নেতা খন্দকার মাহাবুব হোসেন বলেন, এই বিচারটি একটি প্রহসনের বিচার। রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে। প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় আমরা মর্মাহত হয়েছি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার জমিরউদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপি নেতা আবেদ রাজা, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া সংবাদ সম্মেলনে বক্তার সারিতে উপস্থিত ছিলেন। বিএনপির সমর্থক আইনজীবীরা ছাড়াও সালাউদ্দিন কাদেরের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী মিলনায়তনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুরুতেই বলেন, দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। (সূত্র: জনকণ্ঠ ॥ আর্ট: নিঝুম মজুমদার)

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশন শুরু


জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশেষ প্রতিবেদন: (২৩ সেপ্টেম্বর, ২০১৩) আজ থেকে শুরু হচ্ছে দু'সপ্তাহ ব্যাপী জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশন। এ উপলেক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা এখন নিউইয়র্কে। ইতিমধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা এসে পৌঁছেছেন। ২৪ তারিখ তাঁর ভাষণ দেবার কথা। এবারের ভাষণে উঠে আসবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র, ইরান ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। ওদিকে সাধারণ পরিষদের এই অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সাথে বৈঠক। দেশে ফিরবেন ২৯ সেপ্টেম্বর। এই সফরে হাসিনার সাথে থাকছেন ১৩৪জন সঙ্গী। (ইত্তেফাক, জনকণ্ঠ, এএমনিউইয়র্ক)

২০১৬-র প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী ক্লিন্টন!


এনওয়াইনিউজ৫২: হিলারী ক্লিন্টন কি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন? অনেকের ধারণা তাই-ই। কিন্তু তিনি জানান যে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। বিষয়টি নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করছেন। "রাজনৈতিক এবং সরকারী চ্যালেঞ্জ" সম্পর্কে তিনি অবহিত বলে জানিয়েছেন। "আমি তাড়াহুড়ো করছি না," নিউইয়র্ক মাগ্যাজিনের সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, "আমি জানি এটি একটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত, হালকা করে দেখার নয়, তবে এমনও নয় যে ত্বরিত এই সিদ্ধান্ত নেয়া দরকার।" তিনি আরো বলেন, ‍"আমার খুব ভালো ধারণা আছে রাজনৈতিক এবং সরকারী চ্যালেঞ্জ সম্পর্কে যা নেতারা এখন মোকাবিলা করছেন।" স্মর্তব্য যে, ক্লিন্টন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম টার্মে ফরেন সেক্রেটারীর পদ অলংকৃত করেছিলেন। তিনি এ-ও জানান, ওই সময়ই তিনি স্পষ্ট অনুধাবন করেছেন একজন প্রেসিডেন্টের কি ধরনের সমস্যার ভেতর দিয়ে যেতে হয়।
হিলারীর একজন মুখপাত্র অবশ্য জানান যে, "তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিকই, কিন্তু এখনও বিষয়টি স্পষ্ট করেননি।" দীর্ঘদিনের এক পারিবারিক বন্ধু বলেন, "তাঁর মন বলছে যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু একই সাথে তিনি নিজেকে প্রবৃত্ত করছেন এই বলে যে তাঁকে এখনও এ ব্যাপারে পুরোপুরি স্থির সিদ্ধান্তে উপনীত হতে হবে।" অতএব তাঁর প্রার্থী হবার ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র বলে হিলারী পরিবারে এই নকটতম বন্ধু মনে করেন। (এএমনিউইয়র্ক, রয়টার)

গ্রীনিজ ভিলেজে কবিতা


বাজনার তালে তালে
২৯ সেপ্টেম্বর গ্রীনিজ ভিলেজে কবিতা পাঠের আয়োজন করে প্রকাশনা সংস্থা ক্রস-কালচারাল কমিউনিকেশন্স। এ উপলক্ষে স্টোনিয়া থেকে এসেছিলেন ক্রিসটিন ইহিন ও তাঁর বয়ফেন্ড সিলভার সেফ। মূলত অনুষ্ঠানটি ছিলো ক্রিস্টিনের নতুন বই 'ইন এ সিঙ্গল ব্রেথ'-এর প্রকাশনা উৎসব। কিন্তু বিভিন্ন ভাষার অন্যান্য কবিরাও কবিতা পড়লেন। তাঁদের মধ্যে ইটালিয়ন কবি নিনো প্রফেনজেনো ও বি. এমোর, ইডিশ ভাষার কবি মিন্ডি রিকউইজ, বাংলা ভাষার কবি হাসানআল আব্দুল্লাহ, টার্কিশ ভাষার কবি সুলতান ক্যাটো, এবং মার্কিন কবিদের মধ্যে স্ট্যানলি এইচ বারকান, বিল ওয়ালেক, মারিয়ে বেনেট ও স্টিফেন সিপো অন্যতম। এলভিস পিসলি’র জন্যে গান লিখেছিলেন মার্ক বারকান, তাঁর রচিত গানের সংখ্যা এখন দাঁড়িয়েছে আট হাজারের উপরে। ইংরেজীতে মার্ক, স্টোনিয়ান ভাষায় সিলভার সেফ ও সিসিলিয়ান ভাষায় সঙ্গীত পরিবেশন করেন মিকেলা মসিলিনো। প্রকাশক স্ট্যানলি বারকানের ডিনার পার্টির আগে ছিলো ওয়েস্ট ভিলেজের অন্যতম আকর্ষণ বাজনার তালে তালে খোলা আকাশের নিচে নাচ।

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব


আন্তর্জাতিক কবিতা উৎসব
ভূঁইয়া আহসান হাবীব (নিউইয়র্ক থেকে): “শব্দগুচ্ছ” কবিতা পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ২৩শে আগষ্ট থেকে শুরু হয় নিউইয়র্কে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব। ম্যানহাটনের ব্যাটারি পার্কে অবস্হিত পোয়েটস হাউসে এই কবিতা উৎসবের প্রথম দিনে বাংলা, ইংরেজী, ইটালিয়ান, পোলিশ, টার্কি, রাশিয়ান, স্প্যানিশ সহ ১২টি ভাষার কবি, সাহিত্যিকরা কবিতা পড়েন। অন্যান্যদের মধ্যে অংশ নেন হাসানআল আবদুল্লাহ, জ্যোতির্ময় দত্ত, মীনাক্ষী দত্ত, ফারুক আজম, আনিস আহমেদ, স্ট্যানলি এইচ বারকান, মারিয়া বেনেট, সুলতান ক্যাটো, ক্রিস্টিন ডোল, মাইক গ্রেভ, রবিন মেটস, ইভেত নেসার মোরেনো, মিকেলা মোসোলিনো, নাজনীন সীমন, বিল ওয়ালেক, প্রীতি সেনগুপ্তা, মিয়া বারকান ক্লার্ক প্রমুখ কবি সাংবাদিক ও শিল্পীবৃন্দ। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত উপস্থাপনা সকলের মন কাড়ে। অনুষ্ঠানের শুরুতেই পোয়েটস হাউসে অবস্থিত ৫০ হাজার কবিতার বইয়ের ও এই স্থাপনার নানা দিক তুলে ধরতে বিশেষ ট্যুরের আয়োজন করা হয়। গাইড হিসেবি অংশ নেন প্রোগ্রাম এসিসিটেন্ট জো ফ্লেস।

বিস্তারিত

নতুন ধারার সনেট প্রবর্তনের জন্যে কবি হাসানআল আব্দুল্লাহ পেলেন লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার


পুরস্কার তুলে দিচ্ছেন স্কুলের প্রিন্সিপাল
এনওয়াইনিউজ৫২.কম: কবি হাসানআল আব্দুল্লাহ নতুন ধারার সনেট প্রবর্তনের জন্যে লেবুভাই ফাউন্ডেশন পুরস্কার ২০১৩ পেলেন। গত রবিবার, ১৫ সেপ্টেম্বর, স্থানীয় বঙ্কস বাংলা স্কুলের প্রিন্সিপাল জনাব হারুন-উর রশীদ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কবির হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আতাউর রহমান, কিংবদন্তী শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শিল্পী শহীদ হাসানকেও পুরস্কৃত করা হয়। প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মাদ উল্লাহ ও বিবিসির সাংবাদিক শামীম চৌধুরী কবিকে স্বাগত জানান। উল্লেখ্য, ১৯৯৪ সালে হাসানআল আব্দুল্লাহ নতুন ধারার সনেট প্রবর্তন করেন। সনেটের প্রচলিত দু’টি ধরন পেট্রার্কান ও শেক্সপীয়রিয়ান থেকে তাঁর প্রবর্তিত সনেট অন্ত্যমিল, স্তবক বিন্যাস তথা আঙ্গিকের দিক দিয়ে আলাদা। ১৯৯৮ সালে ঢাকার বিশাকা প্রকাশনি থেকে এই ধরনের একশটি সনেট নিয়ে প্রকাশিত হয় ‘স্বতন্ত্র সনেট’ গ্রন্থ। ২০০৪ সালে ১৩০টি সনেট নিয়ে এই গ্রন্থের বর্ধিত সংস্করণ প্রকাশ করে পাঠক সমাবেশ। এই ধারায় কবির লিখিত সনেট সংখ্যা দু’শ ছাড়িয়েছে। ইতিমধ্যে একজন ব্রিটিশ কবি, ক্যারোলিন গিল, ও বাংলাদেশের তরুণ কবিরা এই নতুন ধারায় সনেট লিখছেন। ইংরেজীতেও অনূদিত হয়েছে এই সনেট।

অনুষ্ঠানে কবি তার সনেট থেকে আবৃত্তি করে শোনান। রথীন্দ্রনাথ রায়ের মনমুগ্ধকর সঙ্গীত ও স্কুলের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে আবৃত্তি গান ও কৌতুক পরিবেশন হলভর্তি দর্শকদের আনন্দ দেয়।


কথা ও ছবি


রাজাকারের বিবির পোলারা সব শিবির!






স্বতন্ত্র কাব্যচিন্তা











প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০

রক্তে কেনা স্বাধীনতা







Watch more videos


পত্রিকা




কার্টুন









Important Links:
Newspapers: Ittefaq   Prothom-Alo   Jugantor   BhorerKagoj   Janakantha   Kaler Kantho   Shokaler Khabor   Inqilab   Naya Diganta   Shamokal  Desh Bangla  Jai Jai Din   Amader Shomoy   Bangladesh Shomoy   Sangbad   Manav Jamin   Ananda Bazar Daily Star   New Nation   Independent   Observer   New Age   Financial Express   News Today
Magazines: Shaptahik   Anyadin  Weekly Jaijaidin  Weekly 2000  Weekly Holiday  Weekly Evidence  BiWeekly Anannya  Monthly MeghBarta   Deshe Bideshe   Probash  Monthly Porshi  Alochona.org
Online Journals:  NYnews52 RedTimesBD   Banglamati  Basbhumi  Urhalpool  bdnews24  banglanews24  New Years' Day Reading
Radio Online: Voice of America  BBC Bangla Service  BBC Asian Network  German Bangla Radio  Betar Bangla LA Radio Japan (Bengali)  Radio Metrowave Dhaka  Ekushe Betar Sydney
Organizations: Bangla Academy   Mukto-Mona  
Poetry Mag: shabdaguchha   Poetry   Poetry International
Personal Page: Sunil Gangopadhyay   Taslima Nasrin   Hassanal Abdullah  

আরো খবর— 2 3 4 5 6
NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York