|
মুক্তচিন্তা বিজ্ঞান কোনো পরকাল বা বেহেস্ত নেই--স্টিফেন হকিংলন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিফেন হকিং ঈশ্বর বা খোদার অস্তিত্ব পুরোপুরি নাকজ করে দিলেন। পরকাল বা বেহেস্ত-দোজখের ভাবনা রূপকথার গল্প বলে তিনি মত দেন। এর আগে ২০১০ সালে প্রকাশিত তাঁর ‘দ্য গ্রান্ড ডিজাইন’ গন্থে তিনি বলেছিলেন, মহাবিশ্বের উৎপত্তি নিয়ে আলোচনায় কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন পড়ে না। এবার তিনি আরেকটু এগিয়ে সৃষ্টিকর্তার ধারণাকেই প্রকারন্তরে নাকজ করে দিলেন। গার্ডিয়ানের সৌজন্যে সাক্ষাতকারটির অনুবাদ তুলে দেয় হলো। প্রশ্ন: আমরা এখানে কেনো এসেছি? উত্তর: মহাবিশ্ব বিজ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বিজ্ঞান বলছে আমরা অ্যাবস্ট্রাক্ট বিষয়ের সরাসরি কোনো সমাধাণ দিতে পরি না। ডারুইনের তত্ত্ব ব্যবহারে আমরা অনেকাংশেই বুঝতে পারি কারা ঠিকে থাকবে। তাদেরকেই আমরা বেশী মূল্য দেই। প্রশ্ন: আপনি বলেছেন খোদাকে আলোতে টেনে আনার কোনো যুক্তি নেই? তাহলে আমাদের অস্তিত্ব কি শুধুই ভাগ্যের জোরে? উত্তর: বিজ্ঞান ধারণা করে কেবল শূন্য থেকেই স্বতস্ফূর্ত ভাবে বিভিন্ন ধরনের মহাবিশ্বের উৎপত্তি হতে পারে। উপযুক্ত সুযোগের বসবর্তী হয়েই আমরা বর্তমানে আছি। প্রশ্ন: কোথায় আমরা? আমাদের কি করা উচিৎ? উত্তর: কর্মের সর্বোচ্চ মূল্যামান খোঁজাই আমাদের একান্ত কর্তব্য। প্রশ্ন: ২০০৯ সালে আপনি অসুখে পড়ে হাসপাতালে ছিলেন। হয়তো কিছু হয়েও যেতে পারতো। মৃত্যুকে কি ভয় পান? উত্তর: বিগত ৪৯ বছর ধরেই আমি মৃত্যুর অশঙ্কার ভেতর দিয়ে বেঁচে আছি। মৃত্যুকে আমি ভয় করি না, আবার ব্যস্ত হয়ে চলে যাবারও ইচ্ছা আমার নেই। আমার এখনও অনেক কিছু করার বাকি, সেগুলো করতে চাই। আমি মস্তিষ্ককে একটি কম্পিউটারের মতো দেখি যা বিকল হয় আনুসঙ্গিক যন্ত্রগুলো অকেজো হয়ে গেলে। নষ্ট কম্পিউটারের জন্যে কোনো পরকাল বা বেহেস্ত নেই; যারা অন্ধকারকে ভয় পায় এটি তাদের জন্যে রূপকথার গল্প। প্রশ্ন: বিজ্ঞানের কোন কোন বিষয় আপনার কাছে অতি চমৎকার মনে হয়? উত্তর: বিজ্ঞান সুন্দর হয়ে ওঠে যখন বিভিন্ন পর্যবেক্ষণের মধ্যবর্তী ঘটনাবলি বা যোগাযোগ সহজ ভাবে বর্ণনা করতে পারে। উদাহরণ স্বরূপ জীববিজ্ঞানের ডাবল হেলিক্স ও পদার্থবিদ্যার সাধারণ সূত্রগুলোকে ধরা যায়। |
।।এই লেখাটি সম্পর্কে আপনার মতামত দিন।।