The Birth of BangladeshJuly 21, 2010 Updated on Wednesdays প্রথম পাতা পৃথিবীর বয়স কত! সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটির নভো বিজ্ঞানী ড. জন রুজের নেতৃত্বে একদল বিজ্ঞানী পৃথিবীর জš§ রহস্য ও এর বয়সকাল নিয়ে গবেষণা চালান। ব্যাপক গবেষণা শেষে তারা ন্যাচার জিওসায়েন্স জার্নালে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। ঐ নিবন্ধে দাবি করা হয়েছে- পৃথিবীর জš§ রহস্য খুবই জটিল। তবে ইতিপূর্বে যদিও পৃথিবীর বয়স ৪ শত ৫৩ কোটি ৭০ লাখ বছর বলে ধারণা করা হয়েছিল সর্বশেষ গবেষণায় জানা গেছে এ তথ্য ত্রুটিপূর্ণ। প্রকৃতপক্ষে পৃথিবীর বয়স ৪শত ৪৬ কোটি ৭০ লাখ বছর। অর্থাৎ পূর্বের ধারনার চেয়ে পৃথিবীর বয়স অন্তত ৭ কোটি বছর কম। একই নিবন্ধে বলা হয়েছে ইতিপূর্বে যদিও ধারণা করা হয়েছিল, পৃথিবীর গঠন বা বর্তমান অবস্থায় আসতে ৩ কোটি বছর সময় লেগেছে। প্রকৃতপক্ষে এজন্য সময় লেগেছে প্রায় ১০ কোটি বছর। (সূত্র: বিবিসি, ইত্তেফাক) ফিফার নতুন র্যাঙ্কিংয়ে স্পেনই বিশ্বসেরা সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের পর ফিফার নতুর র্যাঙ্কিংয়ে এবারের চ্যাম্পিয়ান স্পেনই এক নম্বরে উঠে এলো। দুই নম্বরে আছে রানার আপ নেদারল্যান্ড। অন্যদিকে ব্রাজিল এক নম্বর থেকে নেমে স্থান পেয়েছে তিন নম্বরে। পাঁচ নম্বরে আছে আর্জেন্টিনা। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫৩। (সূত্র: ইটিভি) ইয়াংকি বস জর্জ স্টাইনব্রেনার আর নেই ১৩ জুলাই হার্ট এটাকে মারা গেলেন ইয়াংকির কর্নধার জর্জ স্টাইনব্রেনার (১৯৩০-২০১০), সবাই যাকে বস বলে সম্বোধন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ১৯৭৩ সালে মাত্র ১০ মিলিয়ন ডলার দিয়ে ইয়াংকি দলটি কিনে ছিলেন। এখন যার মূল্য ১ বিলিয়ন ডলারের উপরে। তাঁর নেতৃত্বে এই দলটি ৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে। শুধু নিজের দলই নয়, বলা হয়ে থাকে যে, তিনি মার্কিন বেস বলের সামগ্রিক উন্নতি সাধন করেছেন। পারিবারিক ভাবে জর্জ স্টাইনব্রেনারকে সমাধিস্থ করা হবে। তাছাড়া তাঁর নাম 'হল অব ফেম' মিউজিয়মেও স্থান পাবে। (সূত্র: টেন-টেন উইনস) আরো সংবাদ অর্থনীতি চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে কবিতা/সাহিত্য তিনটি কবিতা/শেখর সিরাজ গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা দু'টি কবিতা /মনসুর আজিজ কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ গল্প/মোজাফফর হোসেন ছড়া হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ আলোচনা অনুপম শব্দমঞ্জুরীময় : শব্দগুচ্ছ/রেজানুর রহমান রেজা খেলাধূলা ফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড/নাজনীন সীমনপূ্র্ববর্তী সংখ্যাঅন্যান্য পুরোনো সংখ্যাপুরোনো সংখ্যা |
আমরা সবার কথা বলি
রাজাকারদের বিরুদ্ধে গণহত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
নিউইয়র্কের কাজী ফয়সল আহমদ স্মরণ সভা অনুষ্ঠিত হলো
ইরানের ওপর ইইউর কঠোর নিষেধাজ্ঞা শীঘ্রই
কাজী ফয়সল আহমদ স্মরণে কবিতা
শোকগাথা হাসানআল আব্দুল্লাহ নিরলস খুঁড়ে গেছি স্মৃতি-খরতাপ; ফিরে আর আসবে না সে কথা তো জানি। কি হবে সাজিয়ে রেখে এসব বৈভব-- তুমি যদি হতে পারো এতো অভিমানি। খরা-জরা-অন্ধকার সুবিধার ঝোক পৃথিবীর শত কোটি বাঁকা জনতার দুই চোখে দেখে পেলে ভীষণ বেদনা; শুয়ে আছো বুকে নিয়ে ব্যথার পাহাড়। অপচয় হয়ে গেছে বিবিধ সময়, স্মরণীয় কথাগুলো আজ এলোমেলো; সান্নিধ্যের সুখ আর পাবো না কখনো-- চোখের পানিতে শুধু বুক ভেসে গেলো। ০৭.১১.২০১০ উডহেভেন, নিউইয়র্ক স্বতন্ত্র কাব্যচিন্তা |
প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০ রক্তে কেনা স্বাধীনতা
Watch more videos কিসের এতো কথাবেলাল বেগসাবধান বাঙালী! এখন যুদ্ধাবস্থা বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার শত্রুজোট বাঙালী বিশ্বাসঘাতকদের মাধ্যমে গোপনে বাংলাদেশের দখল নিয়েছিল ১৯৭৫ সনে। কিন্তু বাঙালী পরাজয় মানে না। সুতরাং স্বাধীনতা পুনরুদ্ধারে আবার একটা যুদ্ধ ছিল সময়ের ব্যাপার। শত্র“রাও তা জানত। তাই গত প্রায় এক দশক ধরে বোমাবাজি করে তারা তাদের শক্তির জানান দিয়ে রেখেছে। এসব শত্র“ বাইরের নয়,ঘরের মানুষ; তাদের ভুল শোধরানোর সময় দেয়া উচিৎ। বাংলার উদার জনতা তাই ওদের সময় দিয়েছিল সুদীর্ঘকাল। বিনিময়ে তারা নৃশংস, রক্তলোলুপ বোমা হামলা পেয়েছে। ক্র“দ্ধ জনগন শেষ পর্যন্ত শত্র“ উচ্ছেদে রায় দিয়ে দেয় গত নির্বাচনে। জনগনের সরকার কথা রেখে স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধে নেমেছে। বিস্তারিতএই জনপদেকাজী ফয়সল আহমেদের মৃত্যুতে শোকশব্দগুচ্ছ "একটি দুপুর যদি দিতে পারো উদাস দুপুর/ কিছু সবুজ কবিতা দেবো রৌদ্রের মোড়োকে।" না, কাজী ফয়সল আহমেদ (১৯৫২-২০১০) আর কোনো 'সবুজ কবিতা' আমাদের দেবেন না। আমাদের এই অকৃত্তিম বন্ধু কবি, সমালোচক, গল্পকার, যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা গতকাল (৯ জুলাই, ২০১০) আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 'এ্যাবাকাস ওয়ান' নামে অ্যাস্টোরিয়াতে একটি ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান গড়ে তুলে ছিলেন। কাজী ফয়সল আহমেদের জন্ম ২৭ অক্টোবর আসমের করিমগঞ্জে। ৮ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় খেলাঘরের মাধ্যমে তাঁর লেখালেখের শুরু। '১৪০০ সাল' তাঁর সম্পাদীত গ্রন্থ। হাসানআল আব্দুল্লাহ সম্পাদীত 'মার্কিন দেশের বাংলা কবিতা' ও রফিকউল্লাহ খান সম্পাদীত 'তিন দশকের কবিতা'য় তাঁর লেখা সংযোজিত হয়েছে। তাঁর মৃত্যুতে 'শব্দগুচ্ছ' গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। বিপা বিপা’র পরম আত্মীয় কাজী ফয়সল আহমেদ-এর অকাল মৃত্যুতে বিপা পরিবার শোকাহত। কাজী ফয়সল আহমদ নাদিয়া আহমদ ও নাদিম আহমদ-কে শিশু বয়সেই সেলিমা আশরাফের হাতে তুলে দেন বাংলা সংস্কৃতির সাথে তাদের যোগাযোগ তৈরী করবার জন্য। সেই থেকে তিনিও হয়ে গেলেন বিপা’র একনিষ্ঠ শুভাকাঙ্খী, অভিভাবক ও একান্ত স্বজন। তাঁর উৎসাহে পুরো পরিবারটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলা সংস্কৃতির প্রসার ও প্রচারের কাজে। তাঁর উদ্দীপনায় ও একাগ্রতায় আজ নাদিয়া আহমদ ও নাদিম আহমদ বিপা’র সঙ্গীতাঙ্গনের দুই সুযোগ্য উত্তরাধিকার। নাদিয়া আহমদ সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিপা’য় সঙ্গীত ও অঙ্কনে শিক্ষকতা করছে। নাদিম আহমদ বিপা’র নিজস্ব তবলা বাদক এবং একই সাথে সে কী-বোর্ড ও গীটারের ক্লাশ করায়। সদা প্রাণবন্ত স্বল্পভাষি কাজী ফয়সল আহমদ বিপা’র সাথে ছায়ার মত জড়িয়ে ছিলেন। বিপা’র প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থন অতীতের মতই আমাদের চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আমরা কাজী ফয়সল আহমদ-এর আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের শান্তি কামনা করছি। |