Logo: NYnews52.com





The Birth of Bangladesh


Vol 1, Issue 15
July 21, 2010
Updated on Wednesdays

প্রথম পাতা











পৃথিবীর বয়স কত!


সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটির নভো বিজ্ঞানী ড. জন রুজের নেতৃত্বে একদল বিজ্ঞানী পৃথিবীর জš§ রহস্য ও এর বয়সকাল নিয়ে গবেষণা চালান। ব্যাপক গবেষণা শেষে তারা ন্যাচার জিওসায়েন্স জার্নালে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। ঐ নিবন্ধে দাবি করা হয়েছে- পৃথিবীর জš§ রহস্য খুবই জটিল। তবে ইতিপূর্বে যদিও পৃথিবীর বয়স ৪ শত ৫৩ কোটি ৭০ লাখ বছর বলে ধারণা করা হয়েছিল সর্বশেষ গবেষণায় জানা গেছে এ তথ্য ত্রুটিপূর্ণ। প্রকৃতপক্ষে পৃথিবীর বয়স ৪শত ৪৬ কোটি ৭০ লাখ বছর। অর্থাৎ পূর্বের ধারনার চেয়ে পৃথিবীর বয়স অন্তত ৭ কোটি বছর কম। একই নিবন্ধে বলা হয়েছে ইতিপূর্বে যদিও ধারণা করা হয়েছিল, পৃথিবীর গঠন বা বর্তমান অবস্থায় আসতে ৩ কোটি বছর সময় লেগেছে। প্রকৃতপক্ষে এজন্য সময় লেগেছে প্রায় ১০ কোটি বছর। (সূত্র: বিবিসি, ইত্তেফাক)


ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে স্পেনই বিশ্বসেরা

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের পর ফিফার নতুর র‌্যাঙ্কিংয়ে এবারের চ্যাম্পিয়ান স্পেনই এক নম্বরে উঠে এলো। দুই নম্বরে আছে রানার আপ নেদারল্যান্ড। অন্যদিকে ব্রাজিল এক নম্বর থেকে নেমে স্থান পেয়েছে তিন নম্বরে। পাঁচ নম্বরে আছে আর্জেন্টিনা। এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫৩। (সূত্র: ইটিভি)

ইয়াংকি বস জর্জ স্টাইনব্রেনার আর নেই

১৩ জুলাই হার্ট এটাকে মারা গেলেন ইয়াংকির কর্নধার জর্জ স্টাইনব্রেনার (১৯৩০-২০১০), সবাই যাকে বস বলে সম্বোধন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ১৯৭৩ সালে মাত্র ১০ মিলিয়ন ডলার দিয়ে ইয়াংকি দলটি কিনে ছিলেন। এখন যার মূল্য ১ বিলিয়ন ডলারের উপরে। তাঁর নেতৃত্বে এই দলটি ৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে। শুধু নিজের দলই নয়, বলা হয়ে থাকে যে, তিনি মার্কিন বেস বলের সামগ্রিক উন্নতি সাধন করেছেন। পারিবারিক ভাবে জর্জ স্টাইনব্রেনারকে সমাধিস্থ করা হবে। তাছাড়া তাঁর নাম 'হল অব ফেম' মিউজিয়মেও স্থান পাবে। (সূত্র: টেন-টেন উইনস)



আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ
আলোচনা

অনুপম শব্দমঞ্জুরীময় : শব্দগুচ্ছ/রেজানুর রহমান রেজা

খেলাধূলা

ফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড/নাজনীন সীমন



পূ্র্ববর্তী সংখ্যা


অন্যান্য পুরোনো সংখ্যা













পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


রাজাকারদের বিরুদ্ধে গণহত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে


জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান এবং আবদুল কাদের মোল্লাসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের হওয়া পল্লবী আলবদী গ্রামের গণহত্যা মামলা ও পিরোজপুরে একাত্তরে হত্যা-লুটপাটসহ দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে। এই প্রথম একটি মামলা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হলো। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক গণহত্যা মামলাটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এক আবেদনে জানান, ১৯৭১ সালে পল্লবীর আলবদী গ্রামের গণহত্যা ঘটনায় পল্লবী থানায় দায়ের হওয়া ৬০ (১) ০৮ নম্বর মামলাটি ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (সংশোধিত ২০১০) আইন মতে গঠিত ট্রাইব্যুনালে বিচার্য। তাই মামলাটি ওই ট্রাইব্যুনালে পাঠানো হোক। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের কাছে ওই আবেদনসহ মামলার নথি উপস্থাপন করা হলে তিনি মামলাটির নথি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দেন। পরে মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক স্পর্শকাতর এ মামলাটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। (সুত্র: সমকাল)



নিউইয়র্কের কাজী ফয়সল আহমদ স্মরণ সভা অনুষ্ঠিত হলো


এনওয়াইনিউজ৫২: ১৭ জুলাই, শনিবার আন্তর্জাতিক কবিতার কাগজ, শব্দগুচ্ছ আয়োজন করে সদ্য প্রয়াত লেখক কাজী ফয়সল আহমদ স্মরণ সভার। জ্যাকসন হাইটসের ৭৬ ষ্ট্রিটে সদারঙ সঙ্গীত স্কুলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করে সৈয়দ মোহাম্মাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন মরহুমের ছোটো ভাই কাজী আতীক। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মুত্তালিব বিশ্বাস ও সদারঙ স্কুলের প্রিন্সিপাল উস্তাদ তপন কান্তি বৌদ্ধ। আবৃত্তিকার ফারুক ফয়সলের কণ্ঠে কাজী ফয়সল আহমদের কবিতা আবৃত্তির ভেতর দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শব্দগুচ্ছ সম্পাদক কবি হাসানআল আব্দুল্লাহর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. ফয়সল খান, মুশফিকুল ফজল আনসারী, মনজুর কাদের, তাফাজ্জুল করিম, এবিএম সালেহ উদ্দিন, মিনহাজ আহমেদ, নূরে আলম জিকু ও মনিউর রহমান জাহাঙ্গীর। কাজী ফয়সলকে নিবেদিত কবিতা পড়ে শোনান আকা বাবুল, কাউসারী মালেক রোজী ও কাজী আতীক। কাজী ফয়সলের ছড়া থেকে পড়ে শোনান আলম সিদ্দিকী। সঙ্গীত পরিবেশন করেন সেলিম ইব্রাহিম। বক্তারা মরহুম কাজী ফয়সল আহমদকে একজন সৎ ও নিষ্ঠাবান সমাজকর্মী এবং একজন সুলেখক হিসেবে তুলে ধরেন। নিউইয়র্ক শহরে বাংলা সাহিত্য চর্চার গোড়াপত্তনে ‘যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদ’-এর যে ক’জন লেখক ভূমিকা রেখেছেন তিনি তাদের অগ্রগন্য উল্লেখ করে বক্তারা তাঁর সাহিত্যকর্ম বাংলাভাষার বৃহত্তর পাঠকদের হাতে তুলে দেবার জন্যে অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আহবান জানান। ‘১৪০০ সাল’ নামে একটি সংকলন সম্পাদনার মাধ্যমে কাজী ফয়সল বাংলাচর্চার যে প্রত্যাশিত মানদণ্ড নির্ণয়ে সমর্থ হয়েছিলেন সে কথা তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মোহাম্মাদউল্লাহ তাঁর স্বতন্ত্র বাঙালী সত্তার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে জলখাবারের ব্যবস্থা করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠানের কো-স্পন্সর এনওয়াইনিউজ৫২ ডট কম-এর সহকারী সম্পাদক ভূঁইয়া আহসান হাবিব।



ইরানের ওপর ইইউর কঠোর নিষেধাজ্ঞা শীঘ্রই


ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সপ্তাহে এ নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধানত্ম নেবেন বলে কূটনীতিকরা জানিয়েছেন। এ নিষেধাজ্ঞায় দেশটির তেল ও গ্যাস ৰেত্রে বিনিয়োগ বন্ধ করে দেয়া নিশ্চিত করা হবে। খবর ওয়েবসাইটের। ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য খসড়া একটি ঘোষণা তৈরি করা হয়েছে। এতে ইরানের পরমাণু কর্মসূচীর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে গত ১৭ জুন ইইউ নেতাদের গৃহীত সিদ্ধানত্মসমূহ অনুমোদিত হবে বলে দেখানো হয়েছে। খসড়া ঘোষণায় ইরানকে পুনরায় পরমাণু কর্মসূচীর আলোচনায় ফিরে আসার আহ্বানও জানানো হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ব্রাসেলসের বৈঠকে ইউরোপীয় কাউন্সিলের ১৭ জুনের ঘোষণা অনুসারে এ নিষেধাজ্ঞা অনুমোদন করবে। ঘোষণাটি এখন ইইউর দূতদের অনুমোদন অপেৰায়। তবে এতে বড় ধরনের কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। (সূত্র: জনকণ্ঠ, গুগল)





কাজী ফয়সল আহমদ স্মরণে কবিতা








শোকগাথা

হাসানআল আব্দুল্লাহ

নিরলস খুঁড়ে গেছি স্মৃতি-খরতাপ;
ফিরে আর আসবে না সে কথা তো জানি।
কি হবে সাজিয়ে রেখে এসব বৈভব--
তুমি যদি হতে পারো এতো অভিমানি।

খরা-জরা-অন্ধকার সুবিধার ঝোক
পৃথিবীর শত কোটি বাঁকা জনতার
দুই চোখে দেখে পেলে ভীষণ বেদনা;
শুয়ে আছো বুকে নিয়ে ব্যথার পাহাড়।

অপচয় হয়ে গেছে বিবিধ সময়,
স্মরণীয় কথাগুলো আজ এলোমেলো;
সান্নিধ্যের সুখ আর পাবো না কখনো--
চোখের পানিতে শুধু বুক ভেসে গেলো।

০৭.১১.২০১০
উডহেভেন, নিউইয়র্ক






স্বতন্ত্র কাব্যচিন্তা











প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০
রক্তে কেনা স্বাধীনতা





Watch more videos

কিসের এতো কথা


বেলাল বেগ

সাবধান বাঙালী! এখন যুদ্ধাবস্থা





বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার শত্রুজোট বাঙালী বিশ্বাসঘাতকদের মাধ্যমে গোপনে বাংলাদেশের দখল নিয়েছিল ১৯৭৫ সনে। কিন্তু বাঙালী পরাজয় মানে না। সুতরাং স্বাধীনতা পুনরুদ্ধারে আবার একটা যুদ্ধ ছিল সময়ের ব্যাপার। শত্র“রাও তা জানত। তাই গত প্রায় এক দশক ধরে বোমাবাজি করে তারা তাদের শক্তির জানান দিয়ে রেখেছে। এসব শত্র“ বাইরের নয়,ঘরের মানুষ; তাদের ভুল শোধরানোর সময় দেয়া উচিৎ। বাংলার উদার জনতা তাই ওদের সময় দিয়েছিল সুদীর্ঘকাল। বিনিময়ে তারা নৃশংস, রক্তলোলুপ বোমা হামলা পেয়েছে। ক্র“দ্ধ জনগন শেষ পর্যন্ত শত্র“ উচ্ছেদে রায় দিয়ে দেয় গত নির্বাচনে।
জনগনের সরকার কথা রেখে স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধে নেমেছে।

বিস্তারিত




এই জনপদে


কাজী ফয়সল আহমেদের মৃত্যুতে শোক

শব্দগুচ্ছ

"একটি দুপুর যদি দিতে পারো উদাস দুপুর/ কিছু সবুজ কবিতা দেবো রৌদ্রের মোড়োকে।" না, কাজী ফয়সল আহমেদ (১৯৫২-২০১০) আর কোনো 'সবুজ কবিতা' আমাদের দেবেন না। আমাদের এই অকৃত্তিম বন্ধু কবি, সমালোচক, গল্পকার, যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা গতকাল (৯ জুলাই, ২০১০) আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 'এ্যাবাকাস ওয়ান' নামে অ্যাস্টোরিয়াতে একটি ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান গড়ে তুলে ছিলেন। কাজী ফয়সল আহমেদের জন্ম ২৭ অক্টোবর আসমের করিমগঞ্জে। ৮ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় খেলাঘরের মাধ্যমে তাঁর লেখালেখের শুরু। '১৪০০ সাল' তাঁর সম্পাদীত গ্রন্থ। হাসানআল আব্দুল্লাহ সম্পাদীত 'মার্কিন দেশের বাংলা কবিতা' ও রফিকউল্লাহ খান সম্পাদীত 'তিন দশকের কবিতা'য় তাঁর লেখা সংযোজিত হয়েছে। তাঁর মৃত্যুতে 'শব্দগুচ্ছ' গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।


বিপা

বিপা’র পরম আত্মীয় কাজী ফয়সল আহমেদ-এর অকাল মৃত্যুতে বিপা পরিবার শোকাহত। কাজী ফয়সল আহমদ নাদিয়া আহমদ ও নাদিম আহমদ-কে শিশু বয়সেই সেলিমা আশরাফের হাতে তুলে দেন বাংলা সংস্কৃতির সাথে তাদের যোগাযোগ তৈরী করবার জন্য। সেই থেকে তিনিও হয়ে গেলেন বিপা’র একনিষ্ঠ শুভাকাঙ্খী, অভিভাবক ও একান্ত স্বজন। তাঁর উৎসাহে পুরো পরিবারটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলা সংস্কৃতির প্রসার ও প্রচারের কাজে। তাঁর উদ্দীপনায় ও একাগ্রতায় আজ নাদিয়া আহমদ ও নাদিম আহমদ বিপা’র সঙ্গীতাঙ্গনের দুই সুযোগ্য উত্তরাধিকার। নাদিয়া আহমদ সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বিপা’য় সঙ্গীত ও অঙ্কনে শিক্ষকতা করছে। নাদিম আহমদ বিপা’র নিজস্ব তবলা বাদক এবং একই সাথে সে কী-বোর্ড ও গীটারের ক্লাশ করায়।
সদা প্রাণবন্ত স্বল্পভাষি কাজী ফয়সল আহমদ বিপা’র সাথে ছায়ার মত জড়িয়ে ছিলেন। বিপা’র প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থন অতীতের মতই আমাদের চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আমরা কাজী ফয়সল আহমদ-এর আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের শান্তি কামনা করছি।



Important Links:
Newspapers: Ittefaq   Prothom-Alo   Jugantor   BhorerKagoj   Janakantha   Kaler Kantho   AmarDesh   Inqilab   Naya Diganta   Shamokal  Desh Bangla  Jai Jai Din   Amader Shomoy   Bangladesh Shomoy   Sangbad   Manav Jamin   Ananda Bazar Daily Star   New Nation   Independent   Observer   New Age   Financial Express   News Today
Magazines: Shaptahik   Anyadin  Weekly Jaijaidin  Weekly 2000  Weekly Holiday  Weekly Evidence  BiWeekly Anannya  Monthly MeghBarta   Deshe Bideshe   Probash  Monthly Porshi  Alochona.org
Online Journals:  NYnews52 RedTimesBD   Banglamati   Sristi  Basbhumi  Urhalpool  bdnews24
Radio Online: Voice of America  BBC Bangla Service  BBC Asian Network  German Bangla Radio  Betar Bangla LA Radio Japan (Bengali)  Radio Metrowave Dhaka  Ekushe Betar Sydney
Organizations: Bangla Academy   Mukto-Mona  
Poetry Mag: shabdaguchha   Poetry   Poetry International
Personal Page: Sunil Gangopadhyay   Taslima Nasrin   Hassanal Abdullah  

NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York