|
নাজনীন সীমনফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড কোটি কোটি দর্শক নিঃসন্দেহে মাথায় হাত দিয়ে বসেছেন, রাগে ফেটে পড়েছেন যখন ব্রাজিলের কাকাকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়। লেখার দ্বিতীয়ার্ধের শেষ ভাগে আইভরি কোস্টের ফরওয়ার্ড আব্দুল কাদের কেইটা ঘাসের উপর গড়িয়ে পড়লেন যেনো তার চোখে কেউ মরিচ গুঁড়ো ছিটিয়েছে। রিপ্লে যারা দেখেছেন তাদের অনেকেই ভেবেছেন কেইটার পড়ে যাওয়া বিশ্বকাপ '১০ এর প্রণিধানযোগ্য অভিনয় কিনা। ফুটবলে খেলোয়াড়েরা অনেক সময়ই অনর্থক আছড়ে পড়ে, গড়াগড়ি খেয়ে, শরীর মুচড়ে রেফারীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকেন যাতে কোন ভাবে দলের পক্ষে ফ্রি-কিক, পেনাল্টি কিক ইত্যাদি আদায় করে নেয়া যায়। ফিফার আইন এবং তা বাস্তবায়নের চেষ্টা সত্ত্বেও ফুটবলামোদীরা খেলোয়াড়ী নৈপুণ্যের সাথে সাথে মেকী অভিনয়েরও নিদর্শন পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মাঠগুলোতে। এই অসৎ অভিনয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রেফারি ডেভলপমেন্ট ইউএস ফুটবলের পরিচালক নিউইয়র্ক টাইমসকে বলেন, "ভাল হতো এটা যদি খেলার একটি অংশ না হতো।" তিনি আরো বলেন, "খেলোয়াড়দের সামর্থ্যানুযায়ী খেলতে দেয়াই ভালো।" উল্লেখ্য গত শুক্রবার স্লোভেনিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ৩-২ গোলে নিশ্চিত জয় ২-২ এর সাম্যে পরিণত হয় রেফারির তাৎক্ষণিক ভুল সিন্ধান্তে। ২০০৬ বিশ্বকাপের ১৬তম রাউন্ডে ইতালী আর অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা ০-০ তে ড্র হয়েই শেষ হচ্ছিল, ইতালীর ফ্যাবিও গ্রসো অস্ট্রেলিয়ার প্যানাল্টি সীমার মধ্যে দ্রুত ছুটে গেলে রক্ষক লুকাস নীল এর উপর হুমড়ি খেয়ে পড়েন। ফলত: প্যানাল্টি কিকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া; আর ১-০ গোলে জয়ী হয়ে শেষ পর্যন্ত কাপ ছিনিয়ে বাড়ি ফেরে ইতালী। আশ্চর্য হলেও সত্য পরবর্তীতে 'ফুটবল প্লাস' ম্যাগাজিনের সাথে দেয়া এক সাক্ষাৎকারে গ্রসো বলেন, "সামান্য ছোঁয়াতেই আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম।" ফিফার নিয়ম অনুযায়ী আহত হবার বা ফাউলের অভিনয়ে বা রেফারিকে প্রভাবিত কারার চেষ্টা হলুদকার্ড পাওয়া মতো অপরাধ। কিন্তু খালি চোখে এবং কোনো ভিডিও রিপ্লে ছাড়া দ্রুত গতিতে ঘটমান সবকিছু বিবেচনা করা বেশ কঠিনই হয়ে পড়ে দায়িত্বশীল রেফারীর পক্ষে; তাই সত্যিকার ফাউল ও মিথ্যে অভিনয়ের তফা্ৎ খুঁজে বের করাটা হয় কষ্টসাধ্য। কিন্তু কখনও কখনও এই অভিনয় শিল্প এতোটাই মেকী যে বুঝতে কষ্ট হয় বিশ্বমানের ফুটবল না কোনো নাটকের মহড়া দেখছে দর্শক, যা কিনা চরম মূল্য দিতে বাধ্য করে অভিযুক্ত খেলোয়াড় ও তার দলকে। |