Logo: NYnews52.com





The Birth of Bangladesh


Vol 1, Issue 18
August 11, 2010
Updated on Wednesdays

প্রথম পাতা











জামায়াতে ২৫ নেতাকর্মী আটক



রাজধানীর পল্টনে জামায়াতের মহানগর কার্যালয়ে পুলিশ তল্লাশী চালিয়ে ২৫ নেতা-কর্মীকে আটক করেছে। আজ ভোরে এ তল্লাশী চালানো হয়। পল্টন থানার ওসি শহীদুল ইসলাম জানান, তাদের কাছে তথ্য ছিল বড় ধরনের নাশকতা চালানোর লক্ষ্যে জামায়াতের মহানগর কার্যালয়ে দলটির বেশকিছু নেতাকর্মী জড়ো হয়েছে। (সূত্র: একুশে টিভি)


ঔপনিবেশিক শাসনের জন্য ক্ষমা চেয়েছে জাপান

জাপানের ঔপনিবেশিক শাসনামলে কোরীয় উপদ্বীপে ভোগান্তির জন্য মঙ্গলবার ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান। কোরীয় উপদ্বীপ দখলের শতবার্ষিকীকে সামনে রেখে দেয়া এক বিবৃতিতে কান বলেন, ক্ষতটাকে একপাশে সরিয়ে রেখে তার বেদনা ভুলে যাওয়া সহজ। কিন্তু যারা ভুক্তভোগী তারা সহজে সেই বেদনা ভুলতে পারবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং বাক এই বিবৃতিকে স্বাগত জানিয়ে কানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী কান। আর এ কারণেই তিনি যুদ্ধকালীন ইতিহাসের প্রতি আন্তরিক হতে চান বলে জানান। কান আরো বলেন, “ঔপনিবেশিক শাসনামলে যে অপূরণীয় ক্ষতি ও ভোগান্তি হয়েছে তার জন্য আমি পুনর্বার নতুন করে আমার অন্তরের অন্ত:স্থল থেকে ক্ষমা চাচ্ছি। কানের এ ক্ষমা প্রার্থনার ফলে যুদ্ধকালীন ক্ষতিগ্রস্তরা আরো ক্ষতিপূরণ দাবি করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন ক্ষমতাসীন ও বিরোধীদলীয় আইন প্রণেতারা। তবে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এমনটি হওয়ার আশঙ্কা নেই। (সূত্র: ইত্তেফাক, রয়টার্স)





আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ
আলোচনা

অনুপম শব্দমঞ্জুরীময় : শব্দগুচ্ছ/রেজানুর রহমান রেজা

খেলাধূলা

ফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড/নাজনীন সীমন



পূ্র্ববর্তী সংখ্যা


অন্যান্য পুরোনো সংখ্যা









পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


Latest Update on the Bangladeshi National Mourning Day: 1. The Nation is set to observe the 35th dead anniversary of Sheik Mujibur Rahman, Father of the Nation & the Leader of the Liberation War of Bangladesh, on Sunday. 2. 15th of August will also be observed at state level as National Mourning day, the flag will be raised half the way at official buildings & the Bangladeshi Missions abroad. 3. In a massage, President Zillur Rahman said, “Father of the Nation Sheikh Mujib dreamt of a Golden Bangladesh; the spirit of Mujib will rest in peace if his dreams come true, we have the duty to fulfill his dream." 4. President Zillur Rahman & Prime Minister Sheik Hasina will lay the wreathes on the mural of Sheik Mujib at 32 Dhanmondhi Road at the day break. 5. The customs officials at Dhaka International Airport recovered bundles of foreign Currencies which is equivalent to Tk 10 million underneath a passenger's seat of an airplane arrived from Jeddah on Friday evening.

সৌদি সরকার উৎখাতের হুমকি দিল আল কায়দা


আল কায়দার ইয়েমেনি শাখা সৌদি আরব সরকার উৎখাতের হুমকি দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ক্রুসেডে সৌদি আরব সরকার যোগ দেওয়ায় এ হুমকি দেওয়া হয়েছে। খবর জিনিউজ ও হিন্দুস্তান টাইমস অনলাইনের। বার্তা সংস্থা সিনহুয়া বুধবার এক খবরে জানায়, দ্য আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) উপ-নেতা সায়েদ আলী আল-শিহরি এক অডিওবার্তায় এ হুমকি দেন। রেকর্ড করা অডিও বার্তাটি ইন্টারনেটে প্রচার করা হয় । আল-শিহরি ওই বার্তায় বলেন, 'সৌদি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ও নীতিনির্ধারক আমাদের ইশারার অপেক্ষায় আছেন এবং আমরা বললেই তারা ইয়েমেনে গিয়েও আল কায়দার ক্যাম্পে যোগ দেবেন। সৌদি সরকারের বিরুদ্ধে জিহাদে নামবেন।' তিনি বলেন, 'আরব উপদ্বীপে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধের সঙ্গে সৌদি সরকারের যোগসূত্রের বিভিন্ন আলামত তাদের কাছে সেনাবাহিনীর এসব কর্মকর্তা সরবরাহ করে থাকেন।' তিনি আরও বলেন, 'তাই সৌদি রাজপরিবার, সরকার, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কী ধরনের সম্পর্ক রয়েছে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে আমরা তাদের নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামবিরোধী যুদ্ধে বেইমান সৌদি সরকারের যোগদানের কারণে তাদের সিংহাসনচ্যুত করার কাজ শুরু করেছি আমরা।' কিউবায় মার্কিন বন্দিশিবির গুয়ান্তানামো বে কারাগারের সাবেক বন্দি আল-শিহরি এর আগেও এক অডিওবার্তায় সৌদি আরবের আল কায়দার আঞ্চলিক শাখাকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অপহরণের নির্দেশ দেন। এছাড়া এর মাধ্যমে সৌদি আরবের কারাগারে বন্দি যোদ্ধাদের মুক্তি দিতে সৌদি যুবরাজের ওপর চাপ প্রয়োগেরও নির্দেশ দেওয়া হয়। একিউএপি জঙ্গিরা গত দুই মাসে ইয়েমেনের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ধারাবাহিকভাবে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত ও বহু লোক আহত হন। (সূত্র: সমকাল)



নিজের এটর্নিকে অস্বীকার করলেন ইরানী বিধবা আস্তিয়ানি:
যাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার ফতোয়া দেয়া হয়েছে


আস্তিয়ানি (৪৩), যিনি অবৈধ যৌন আচরণের জন্যে ইরান সরকার কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বুধবার ইরানের সরকারী টিভিতে তাঁর এটর্নির প্রতি বিষোদগার করেছেন। বলেছেন, তিনি আগে থেকে জানতেন তার স্বামীকে মেরে ফেলার পরিকল্পনার কথা কিন্ত মনে করেছিলেন যে ওটা ছিলো বাহানা মাত্র। ওদিকে তাঁর এটর্নি বললেন ভিন্ন কথা। তিনি জানান, আস্তিয়ানি জীবন বাঁচানোর জন্যে এসব বক্তব্য রেখেছেন। তাঁর উকিল, মোহাম্মাদ মোস্তাফাই, সিএনএনকে বলেন, গত মাসে আস্তিয়ানিকে ৯৯টি দেররা মারার পর তিনি তার অবৈধ্য সম্পর্কের কথা স্বীকার করেন কিন্তু পরে তিনি বলেন যে আমি কোনো অপরাধ করিনি। বুধবার জাতীয় টিভিতে আস্তিয়ানি বলেন যে মোস্তাফইকে তিনি চেনেন না এবং কোনো ভাবেই মোস্তাফই তার এটর্নি নন। এর আগে ইরানী কোর্ট আস্তিয়ানিকে পাথর ছুঁড়ে মেরে ফেলার ফতোয়া দেয়। (সূত্র: সিএনএন)

একুশে টিভিতে কবি ও এনওয়াইনিউজ৫২ ডট কম সম্পাদক নাজনীন সীমনের সাক্ষাৎকার



এনওয়াইনিউজ৫২: ১১ আগষ্ট, বুধবার, বাংলাদেশ সময় দুপুর বারোটায় একুশে টিভি থেকে সরাসরি সম্প্রচারিত 'একুশের দুপুর' অনুষ্ঠানে কবি-গল্পকার ও এনওয়াইনিউজ৫২ ডট কম-এর সম্পাদক নাজনীন সীমনের বিশেষ সাক্ষাৎকার প্রচারিত হয়। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনের ইংরেজী বিভাগের শিক্ষক, নাজনীন সীমন, তাঁর শিক্ষকতার অভিজ্ঞতা, বাংলা কৃষ্টি কালচারের সাথে আমেরিকানদের পরিচয় করিয়ে দেবার সামাজিক দায়িত্ব বোধ, নিজের লেখালেখি ও নিউইয়র্ক ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে খোলামেলা আলাপ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, অনুবাদের মাধ্যমে আমাদের সাহিত্যকে বিশ্বের বৃহত্তর পাঠকের হাতে পৌঁছে দেয়া সম্ভব যা একদা রবীন্দ্রনাথ করতে সক্ষম হয়েছিলেন। উল্লেখ্য সীমন আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা 'শব্দগুচ্ছ'র সহকারী সম্পাদক। দীর্ঘ দিন ধরে উক্ত পত্রিকায় অনুবাদ কর্মের সাথেও তিনি যুক্ত রয়েছেন। একুশের দুপুরের উপস্থাপক ছিলেন সাদিয়া আফরিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বিশিষ্ট ছড়াকার মাসুদুল হাসান রনি।



‘নবদম্পতি’র বাসর হলো পুকুরের জলে


গাইবান্ধার ছুকু মিয়ার বাড়িতে ঘটা করে ব্যাঙের বিয়ে দেয়া হল গত সোমবার। বাড়ির উঠানে কলাগাছ পুঁতে, রঙিন কাগজে মঞ্চ সাজিয়ে রীতিমত ঢাকঢোল-সানাই বাজিয়ে বিয়ে হল দুইটি ব্যাঙের। বিয়ের সাজেই সাজিয়ে বর-কনেকে বিয়ের পিঁড়িতে বসানো মাত্র আনন্দে মেতে ওঠে এই বিয়ের আয়োজক কিশোর-কিশোরীরা। তারাও সেজেছিল বিয়ে বাড়ির সাথে মানানসই সাজে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে ‘নব-দম্পতিকে’ ছেড়ে দেয়া হয় পুকুরে। এখন ভরা বর্ষাকাল শ্রাবণ মাসও প্রায় শেষ, তবুও বৃষ্টি নেই। গাইবান্ধা জেলার মাঠঘাট ফেটে চৌচির। বোরো ধান কাটার পর বর্তমানে সারাদেশের কৃষকের মতো গাইবান্ধার কৃষকরাও কোথাও আমন ধান রোপণ করেছে, আবার কোথাও আমন ধান রোপণের জন্য বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে আছে। জেলার কোথাও কোথাও অবশ্য পানি সেচ দিয়ে ধান রোপণ করা হচ্ছে। কিন্তু সবার সার্মথ্য নেই সেচযন্ত্র ব্যবহারের। বৃষ্টি না হলে ফসল (ধান) হবে না বড়দের এ দুশ্চিন্তায় কিশোর-কিশোরীরাও যন্ত্রণায় ভুগছে। তাই বৃষ্টির প্রত্যশায় গাইবান্ধার রামচন্দ পুর গ্রামে গত সোমবার কিশোরীরা আয়োজন করে এই ব্যাঙের বিয়ের। কুসংস্কার জেনেও গ্রামবাংলার অতীতের এই বিশ্বাসের প্রতি বড়দের ছিল নীরব সমর্থন। এলাকার প্রবীণ ব্যক্তি জহুর উদ্দিন বলেন, হামরাও ছোটবেলাত বৃষ্টি না হলে ব্যাঙের বিয়া দিছি। কিন্তু তাতে বৃষ্টি হয় কিনা তাক কবার পাই না। (সূত্র: ইত্তেফাক)



সদারঙ-এর গ্রীষ্ম চিত্রা-বিচিত্রা


এনওয়াইনিউজ৫২: ৮ আগষ্ট, রবিবার, সদারঙ স্কুল আয়োজন করেছিলো 'গ্রীষ্ম চিত্রা-বিচিত্রা' নামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। জ্যাকসন হাইটস-এ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তির ব্যবস্থা করা হয়। বিকাল চারটায় অনুষ্ঠান শুরু হয় স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েদের রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের ভেতর দিয়ে। দ্বিতীয় পর্বে ছিলো উচ্চাঙ্গ সঙ্গীত। এপর্যায়ে স্কুলের প্রিন্সিপাল ওস্তাদ তপনকান্তি বৈদ্যর উপস্থাপনা ও পরিচালনায় তাঁর নিজের সঙ্গীত পরিবেশনের পর অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন নার্গিস রহমান, নারমীন রহমান ও আনিকা তাবাস্সুম প্রমুখ।
এরপরই ছিলো কবিতা আবৃত্তি, কবি হাসানআল আব্দুল্লাহর কবিতা পাঠের ভেতর দিয়ে শুরু হয় এ পর্ব। আরো অংশ নেন মিজানুর রহমান বিপ্লব, ধ্রুব দত্ত ও খাদিজা বেগম খুকী। শেষ পর্বে ছিলো সদারঙ সঙ্গীত; একক ও দলীয় সঙ্গীতে অংশ নেন তামান্ন তালুকদার, ডা. স্বপন নাথ, অহিন দাশ সেলিম ইব্রাহিম, রুবিনা শিল্পী প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক চার ঘণ্টার মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।








স্বতন্ত্র কাব্যচিন্তা











প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০
রক্তে কেনা স্বাধীনতা





Watch more videos

কিসের এতো কথা


বেলাল বেগ

এক দল অমানুষ ও প্রেতাত্মার গল্প



প্রবাসী বাঙ্গালিদের মত এমন স্বাধীনতা পৃ্থিবীর কোথাও অন্য কোন জাতির প্রবাসীরা ভোগ করে কিনা কে জানে।এখানে বাঙ্গালিরা তাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের দায়-দায়িত্ব, ও কর্তব্য থেকে নিরাপদে মুক্ত। নিউইয়র্কে ক্যম্পিউটরের র‌্যামের মত পকেটের ডলারই একজন বাঙ্গালির শক্তি।ডলারের রেঁদার ডলায় প্রাচ্যের মান্যিগন্যির সামাজিক সৌন্দর্য্য জুতার হাফসোলের মত ক্ষয়ে সমান হয়ে গেছে।এখানে যে কোন ব্যক্তি যে কোন বিষয়ে যখন যা খুশি বলতে পারেন; নিজের গরু ইচ্ছে করলে লেজে দিয়ে জবাইও করতে পারেন। এহেন ব্যক্তিরা নানা ভেক ধরে আবার প্রাইভেট কোম্পানির আদলে বাংলাদেশের রাজনীতি করেন।বলা চলে নিউইয়রকবাসী বাংলাদেশি বাঙ্গালিদের ওটাই সবচেয়ে জনপ্রিয় সখ। ওই রাজনীতির উদ্দেশ্য মোটেও বাংলাদেশ ও বাংলাদেশি জনগনের কল্যাণ নয়; ওই রাজনী্তির লক্ষ্ দেশের শীর্ষস্থানীয় ক্ষমতাবান রাজনীতিকদের পোঁ ধরে দেশে নিজ এলাকায় বা ব্যাবসায়-বানিজ্যে নিজের অবস্থানকে শক্ত করা। দেশের রাজনৈতিক দলগুলির ক্ষমতা কাঠামোতে গনতন্ত্রের চর্চা না থাকাতে সেখানে উপরে উঠার ক্ষেত্রে বিরাজিত ব্যক্তিগত দলাদলি ও রেষারেষি তথাকথিত প্রবাসী রাজনীতিতেও টালমাটাল ঢেউ তোলে। প্রবাসে আদর্শ নিবেদিত রাজনীতি করে একমাত্র মওদূদী মদে মত্ত, একাত্তরের শত্রু জামাতিরাই।
এই সেদিন

বিস্তারিত




এই জনপদে


চেলসির বিয়ে

রমাপ্রসাদ বাবু

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ক্লিনটন দম্পতির একমাত্র সন্তান চেলসি ক্লিনটনের (৩০) রাজসিক বিয়ে অনুষ্ঠিত হলো। বর তার দীর্ঘদিনের বন্ধু মার্ক মেজভিনস্কি (৩২)। যিনি পেশায় একজন ব্যাংকার। কেউ বলছেন এ বিয়ে আমেরিকার সেরা বিয়ে। আবার কেউ দিচ্ছেন বিশ্বসেরার উপাধি। অনেকে মন্তব্য করেছেন_ 'গোপন বিয়ে'। সে যাই হোক, এ বিয়ে নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের কমতি ছিল না। বিয়ে আয়োজনের নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এসব ছাপিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন আমেরিকার 'রাজকন্যা'। তবে এ বিয়েতে বাঙালির চিরচেনা সানাই-বাদ্যি ছিল না। ছিল পাশ্চাত্যের নিজস্ব ঢং, সেই আয়োজন। বর্ণিল আলোকচ্ছটা ও জাঁকজমকপূর্ণ আড়ম্বরে সম্পন্ন হয় আলোচিত এ পরিণয়ের অনুষ্ঠানাদি। নবদম্পতি সিক্ত হন আমন্ত্রিত বরেণ্য অতিথি ও অভিভাবকদের প্রাণঢালা শুভেচ্ছায়। খবর এএফপি, বিবিসি, সিএনএন ও এনার। নিউইয়র্ক সিটি থেকে ৯০ মাইল দূরে হাডসন নদীর তীরে অবস্থিত প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি রেইনবেক শহর। চেলসির বিয়েকে কেন্দ্র করে এদিন ছোট্ট ছিমছাম শহরটি সেজে উঠেছিল বাহারি সাজে। আয়োজনের কোনো কমতি ছিল না। কী আলোকসজ্জা, কী ফুল-বেলুন। রেইনবেক সিটির ৫০ একর জমির ওপর নির্মিত বিলাসবহুল অ্যাস্টর কোর্টসই যেন সাজসজ্জায় হয়ে উঠেছিল আরেকটি শহর। আর এখানেই বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চেলসি ও মার্কের বিয়ে। 'শতাব্দীর সেরা' এ বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন করতে অ্যাস্টর কোর্টসে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ওই এলাকার আশপাশের অনেক রাস্তা অনুষ্ঠান চলাকালে বন্ধ করে দেওয়া হয়। এমনকি পাপারাজ্জিরা যাতে আকাশ থেকেও ছবি তুলতে না পারে সেজন্য বিয়ের দেড় ঘণ্টা আগে থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ওই এলাকার আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। এছাড়া সার্বক্ষণিক টহলে ছিল পুলিশের হেলিকপ্টার। আনুমানিক সাড়ে ৩ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে অনুষ্ঠিত এ বিয়েকে মার্কিন মিডিয়াগুলো 'শতাব্দীর সেরা বিয়ে' বা 'গোপনতম বিয়ে' বলে অভিহিত করেছে। আর কেনই বা তা নয়! মার্কিন মুলুকের অগাধ ক্ষমতাধর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একমাত্র সন্তান বলে কথা! আর মিডিয়ার কল্যাণে আমেরিকানদের মতো বিশ্বের কোটি কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চেলসির বিয়ে। তুলনা করা হয় প্রিন্সেস ডায়ানার বিয়ের সঙ্গে। তবে কঠোর গোপনীয়তার কারণে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা ভিড় করলেও তাদের কাউকেই অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়া হয়নি। ফলে আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। অনুষ্ঠানে বেছে বেছে আমন্ত্রণ জানানো হয় ৫শ'র মতো 'বিশেষ' অতিথিকে। অথচ আমন্ত্রিত হননি খোদ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা ফার্স্টলেডি মিশেল ওবামা! তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিনটন শাসনামলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট, অভিনেতা টেড ড্যানসন, মেরি স্টিনবার্গেন এবং ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াংদের মতো ব্যক্তিত্বরা। ছিলেন রাজনীতিক, আমলা, বিজ্ঞানী, অভিনেতা-অভিনেত্রী, সমাজকর্মী, সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী ও কূটনীতিকরা। অনুষ্ঠানের জমকালো পরিবেশ ছিল চোখ ধাঁধানো। আর এরই মধ্যে শুভক্ষণে খ্রিস্টান ধর্মাবলম্বী চেলসির সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন ইহুদি ধর্মাবলম্বী মার্ক। এ সময় তারা দু'জনেই ছিলেন সাবলীল। চোখে মুখে ছিল আনন্দের উচ্ছলতা। এএফপি পাঠানো ছবিতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে কনে পরেছিলেন সাদা গাউন ও লম্বা সাদা মুখাবরণ। বরের পরনে ছিল লম্বা কালো স্যুট কোট ও সাদা রঙের উত্তরীয়। বিবাহোত্তর পর্বে ক্লিনটন দম্পতি এক বিবৃতিতে বলেন, 'বিয়ে আয়োজনের সবকিছু আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারিনি। তবে মার্ককে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। বিশেষ এদিনে প্রত্যেকের শুভকামনা এবং শুভবার্তার জন্য আমরা নতুন এ দম্পতির পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা জানাই।' বিয়ের অনুষ্ঠান ফলাও করে প্রচার বা সংবাদকর্মীদের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ অনেকেই। বিশেষত ক্লিনটন পরিবারের প্রতি রয়েছে আমেরিকানদের বিশেষ দুর্বলতা। এ কারণেই হয়তো তাদের হতাশাটা একটু বেশি। এরকমই একজন অ্যানি ম্যাককনেল। তিনি বলেন, বিশ্বে অনেক সমস্যা রয়েছে। কিন্তু বিয়ের কারণে শনিবার সন্ধ্যায় সবকিছু যেন থমকে গিয়েছিল। টেলিভিশনে বিয়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার না করায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি খুবই লজ্জার। প্রিন্সেস ডায়ানার বিয়ের মতো এ বিয়েও টেলিভিশনে সম্প্রচার করা উচিত ছিল। স্থানীয় বাসিন্দা ওয়াল্টার মুলিন বলেন, 'আমার খুব জানতে ইচ্ছে করছে বিয়ের খাবার তালিকায় কী ছিল!'



Important Links:
Newspapers: Ittefaq   Prothom-Alo   Jugantor   BhorerKagoj   Janakantha   Kaler Kantho   AmarDesh   Inqilab   Naya Diganta   Shamokal  Desh Bangla  Jai Jai Din   Amader Shomoy   Bangladesh Shomoy   Sangbad   Manav Jamin   Ananda Bazar Daily Star   New Nation   Independent   Observer   New Age   Financial Express   News Today
Magazines: Shaptahik   Anyadin  Weekly Jaijaidin  Weekly 2000  Weekly Holiday  Weekly Evidence  BiWeekly Anannya  Monthly MeghBarta   Deshe Bideshe   Probash  Monthly Porshi  Alochona.org
Online Journals:  NYnews52 RedTimesBD   Banglamati   Sristi  Basbhumi  Urhalpool  bdnews24
Radio Online: Voice of America  BBC Bangla Service  BBC Asian Network  German Bangla Radio  Betar Bangla LA Radio Japan (Bengali)  Radio Metrowave Dhaka  Ekushe Betar Sydney
Organizations: Bangla Academy   Mukto-Mona  
Poetry Mag: shabdaguchha   Poetry   Poetry International
Personal Page: Sunil Gangopadhyay   Taslima Nasrin   Hassanal Abdullah  

NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York