NYnews52.com a e-news paper in Bengali and English with video excerpts.
Logo: NYnews52.com


সময়কে এইভাবে ভেঙে টুকরো টুকরো
করে প্রত্যেকের হাতে
জিলিপির মতো
তুলে দেয়া যায়



সাহিত্য/কবিতা



রেজানুর রহমান রেজা

বসন্তের পংক্তিমালা

১. মেঘ

সুতোহীন ঘুড়ির মতো
মেঘ ওড়ে ইচ্ছের নীলে।

বৃষ্টির ভাবনা নেই,
ধূসরতা ধুয়ে গেছে কবে
বেজেছিলো যখন বজ্রের
আতশবাজি।

সবুজ গাঢ় হয়ে আসে
সূর্যেরও আসে ডাক—
চেনায় নি:সীম পথ,
কে জানে কতোটা কাল
ব’য়ে নেবে বাতাসের রথ।

অনেক তারার মাঝেও
চাঁদের মতো ভাসে।

২. ফুল

ফুলেরা এখনও হাসে।
বন্দি নয় ঘ্রাণ। নিষ্প্রাণ ঝরাপাতা
জেগে ওঠে বাতাসের উল্লাসে।

ছায়ারাও ঘন হয়ে বসে
ঘাসের সবুজে। কী যে অনায়াসে
বিছায় রঙিন ছায়া, ঘ্রাণময়।

আকাশও না হয়
মেঘের তুলিতে আঁকে ফুল,
যেনো তারাময় ভোরের বকুল।

৩. নদী

এখনও নতুন জল সাঁতার শেখে।
মেঘ-শিশু’র বুদবুদ হাঁসের ছানার মতো
উল্লাসে নামে ঘাটে।
শেওলার দল হাঁটে জলের অবাধে—

এইতো আমার নদী
রোদের তারায় জ্বলা নদী
বিভোর বৃষ্টির ধূলোয় কুয়াশাময় নদী
পরীর চুলের মতো এলায়িত জোছনার নদী
চুলের খোঁপায় বেলী ফুলের মতো ধবধবে নদী…

৪. আকাশ

কতটা নীল হলে আকাশ
আকাশ হ’য়ে ওঠে,— থরে থরে বৃষ্টি সাজায়,
মুড়ির ঝাঁঝরির মতো জড়ো করে টগবগে তারা।

রোদের কাঁচে কখন মুখ দেখে ফিরে যায় পাখি…

ফিনফিনে মেঘেরাও নাকি
ফিরবে না আর
বন্ধু হয়েছে তারা সূর্য-তারার
আমিও তোমার কাছেই ফিরে যাবো নাকি?




Contact Us