Logo: NYnews52.com





The Birth of Bangladesh


Vol 1, Issue 20
August 25, 2010
Updated on Wednesdays

প্রথম পাতা











খালেদা জিয়ার ভাগ্নে ডিউক আটক



একুশে আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে সিআইডি গতকাল বুধবার আটক করেছে। এর আগে গত মঙ্গলবার তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে। সাইফুল ইসলাম ডিউক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব। সিআইডির একটি সূত্র জানায়, সম্প্রতি সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু আদালতে তার জবানবন্দিতে গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর সশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন। এসব কারণে তাদের সঙ্গে গ্রেনেড হামলায় কোন সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে তদন্তের জন্য সিআইডি সাইফুল ইসলাম ডিউককে ডেকে পাঠায়। গত মঙ্গলবার ডিউক গ্রেনেড হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের সঙ্গে দেখা করেন। (সুত্র: ইত্তেফাক)


পুতিনের সমালোচনা করায় বই জব্দ

এনওয়াইনিউজ৫২: রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সমালোচনা করে বিরোধী দলের এক নেতার লেখা বই জব্দ করেছে পুলিশ। লেখকের পার্টি বুধবার এ খবর জানায়। সলিডারিটি পার্টির মুখপাত্র ওলগা শরিনা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান, বিরোধী লিবারেল নেতা বরিস নেমতসোভের লিখা 'পুঁতিন : দ্য টল, ১০ ইয়ারস' নামক বইটিকে 'চরমপন্থি সাহিত্য' হিসাবে আখ্যা দিয়েছে পুলিশ। নেমতসোভের ১৯৯৭-১৯৯৮ সালে বরিস ইয়েলৎসিন সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন ।(সুত্র: ইন্টারনেট)

তসলিমা আরো একবছর ভারত থাকার অনুমতি পেলেন

এনওয়াইনিউজ৫২: বাংলাদেশের স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিন, যিনি নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে নানা কারণে বিশ্বখ্যাতি অর্জন করেছেন, এবং যিনি বহুদিন ধরে ভারতে থাকার জন্যে সংগ্রাম করে যাচ্ছেন, ভারত সরকার সে দেশে তাঁর ভিসার মেয়াদ আরো একবছর বাড়িয়েছে। ১৬ আগস্ট তাঁর ভিসা শেষ হয়ে যাওয়ার কথা ছিলো। বর্তমানে সুইডিস পাসপোর্টধারী তসলিমা এখন দিল্লিতে অবস্থান করছেন। তাঁর ৪৭তম জন্মদিন পালিত হবে ২৫ আগস্ট।(সুত্র: ইন্টারনেট)



আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ
আলোচনা

অনুপম শব্দমঞ্জুরীময় : শব্দগুচ্ছ/রেজানুর রহমান রেজা

খেলাধূলা

ফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড/নাজনীন সীমন



পূ্র্ববর্তী সংখ্যা


অন্যান্য পুরোনো সংখ্যা











পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


তারা গ্রামের বাড়ির তিন মাইল দূরে লাশ ফেলে চলে যায়


মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অবঃ) আবু তাহেরের (বীর উত্তম) স্ত্রী লুৎফা তাহের বলেছেন, জিয়াউর রহমান কর্নেল আবু তাহেরের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান বন্দী হলে তার মুক্তির জন্য কর্নেল তাহেরকে ফোন করেছিলেন। ৭ নভেম্বর সিপাহীদের সহায়তায় কর্নেল তাহের জিয়াকে মুক্ত করেন। তাহের জিয়াউর রহমানের জীবন রক্ষা করলেও তিনি চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে তাহেরকে হত্যা করেছেন। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পর তাহেরের কবরে পর্যন্ত সেনা পাহারার ব্যবস্থা করেছিলেন জিয়া। তবে আমরা কখনো ভাবিনি, কর্নেল তাহেরের ফাঁসি হবে। আমাদের ধারণা ছিল তাকে সাজা দেয়া হতে পারে। কিন্তু জেনারেল জিয়া যে এতো নিষ্ঠুর ছিল তা জানতাম না। গতকাল ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। লুৎফা তাহের বলেন, ১৯৭৬ সালের ২১ জুলাই সিপাহী-জনতার অভ্যুত্থানের নায়ক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি কর্নেল আবু তাহের বীর উত্তমকে ঢাকা কেন্দ ীয় কারাগারে ফাঁসি দেয়া হয়। (সুত্র: ইত্তেফাক)

কঙ্গোয় বিমান বিধ্বস্ত নিহত ২০


কঙ্গোর পশ্চিমাঞ্চলে অবতরণের চেষ্টাকালে একটি অভ্যন্তরীণ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। ফিলএয়ারের বিমানটি রাজধানী কিনশাসা থেকে ৩শ’ কিলোমিটার দূরে বানদুনদুতে বুধবার বিকেলে বিধ্বস্ত হয়। বিমানটি চেক প্রজাতন্ত্রের তৈরি। ধারণা করা হচ্ছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। বানদুনদু প্রদেশের ডেপুটি গভর্নর ভিকি এমবোসো মুটেবা কিনসাসার উত্তর-পূর্বাঞ্চল থেকে জানান, ‘আমরা মর্গে ১৯ জনের লাশ পেয়েছি।’ জীবিত দু’জনের মধ্যে একজন পরবর্তীতে হাসপাতালে মারা গেছে। তিনি আরো জানান, ব্যক্তি মালিকানাধীন ফিলএয়ারের বিমানের মালিক বেলজিয়ামের নাগরিক ড্যানিয়েল ফিলমোট (৬২) লেট-৪১০ বিমানটি চালাচ্ছিলেন। তিনিও দুর্ঘটনায় নিহত হন। একই সঙ্গে বিমানের সহকারী পাইলট ও বিমানবালারাও নিহত হয়। এমবোসো জানান, অবতরণের ব্যর্থ প্রচেষ্টার পর বিমানটি ফিরে যায় এবং বানদুনদু নগরীর প্রান্তসীমায় বিধ্বস্ত হয়। বিমানটি মাটির তৈরি একটি বাড়িতে আঘাত হানে। তবে বাড়ির অধিবাসীরা ঠিক সময়ে বাড়ী থেকে বের হতে সক্ষম হয়। (সুত্র: এএফপি)



কঠোর নজরদারিতে গোলাম আযম


জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মগবাজারের বাসায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে সাদা পোশাকে ও থানা পুলিশের একটি টিম তার বাড়ির আশপাশে অবস্থান নিয়েছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা সমকালকে বলেন, গোলাম আযম যাতে পালাতে না পারেন সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। তাকে রাতে গ্রেফতার করা হবে কি-না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, শিগগির তাকে গ্রেফতার করা হতে পারে। একাত্তরে যুদ্ধাপরাধের অন্যতম প্রধান অভিযুক্ত গোলাম আযম। মগবাজার কাজী অফিস গলির ১১৮ নম্বর বাড়ির চারতলায় থাকেন গোলাম আযম। রাত সাড়ে ১১টায় বাসার সামনে অবস্থানকারী সাদা পোশাকধারী এক পুলিশ কর্মকর্তা জানান, তারা রুটিন ডিউটি হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। তবে গতকাল রাত থেকেই সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়। এর আগে সম্প্রতি গোলাম আযমের বাড়ির সামনে পুলিশের এমন নজরদারি দেখা যায়নি। এদিকে নজরদারি বাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর থেকে গুজব ছড়িয়ে পড়ে যে গোলাম আযম গ্রেফতার হচ্ছেন। খবর পেয়ে সংবাদকর্মীরা তার বাসার সামনে জড়ো হতে থাকেন। রাত ১টা পর্যন্ত পুলিশ সদস্যদের সেখানে দেখা গেছে। তবে কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেখা যায়নি। তখন পর্যন্ত গোলাম আযম বাসাতেই অবস্থান করছিলেন। এ ব্যাপারে জামায়াতের কয়েক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ১৯৭১-এর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে জামায়াতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে, গোলাম আযমকেও গ্রেফতার করা হবে। জামায়াতে ইসলামীর যেসব শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদী। সর্বশেষ গতকাল ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। '৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে কাজ করেন তারা। আলবদর ও আলশামস গঠন করে তারা এদেশের মুক্তিকামী মানুষের ওপর নারকীয় হামলা চালান। (সূত্র: সমকাল)

মাইকেল চিটউড -এর কবিতা


অনুবাদ : রেজানুর রহমান রেজা

[মাইকেল চিটউড ( Michael Chitwood) এর জন্ম ও বেড়ে ওঠা ভার্জিনিয়া ব্লু রীজ-এ। ফ্রীল্যান্স রাইটার। বসবাস করেন নর্থ ক্যারোলাইনার চ্যাপেল হিলে।১৯৮০ সালে ইংরেজিতে বি.এ. ডিগ্রী অর্জন করেন Emroy and Henry College থেকে। এম. এফ. এ. করেছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে। কবিতার বই : Salt Works (1992), Whet (1995), The Weave Room(1998) । প্রবন্ধের বই : Hitting below the Bible Belt (1998) প্রকাশ করেছে ডাউন হোম প্রেস। মাইকেল রেডিও স্টেশন WUNC-FM-এর নিয়মিত কমেনটেটর।]

আমি হাজির, প্রভু

ছাতার শিরাল অন্ধকার
এক বিতর্ক স্রষ্টার অস্তিত্বের,

সেই ছোট্ট আশ্রয়
সংগে থাকে

আর সম্ভবত ভুলে যাই আমরা
চেয়ারের পাশে

কোনো অনভিপ্রেত
কমিটি মিটিঙে।

কী সুন্দর শব্দটা, ছাতা।
একটি ছায়া, খোলার অপেক্ষায়।

বাদুরের ডানার মতো, খোলা,
দোদুল্যমান।

ঢোলের মাথায় যেনো আলতো টোকা
বৃষ্টির

রূপালি লাঠির
তবে আমারটা সাথে নেই

তাই ভিজিয়ে দিলো বৃষ্টি আমাকে।










স্বতন্ত্র কাব্যচিন্তা











প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০
রক্তে কেনা স্বাধীনতা





Watch more videos

কিসের এতো কথা


বেলাল বেগ

ওরা রাতে দেখে, দিনে দেখেনা



পরিচয় না থাকলে ভদ্রলোককে আমি ধান্ধাবাজ হিসাবে গারবেজ করে দিতাম। পরিচয় হওয়াতেই আর পারা গেল না। আত্মজাহিরাতে চমকপূর্ণ তাঁর নানাবিধ কার্যকলাপ নিউইয়র্কবাসী বাঙালীদের না দেখে উপায় নেই। তবে কেউ কিছু বলে না। এই না বলাটাকে অনেকের মত ঐ ভদ্রলোকও নিজের প্রচছন্ন সমর্থন হিসাবে মনে করেন। অথচ দশজনের সমর্থনপুষ্ট যে জায়গাগুলি আছে, সেখানে তাঁর নাম নেই।
নিউইয়র্ক বাঙালীদের এ না বলার সংস্কৃতি গড়ে উঠার অনেক কারণ আছে। একটা প্রধান কারণ এখানে একাত্তরের রাজাকার-আলবদর সহ পলাতক খুনী, বদমায়েস, চোরবাটপার, ঘুষখোর, থেকে আরম্ভ করে খেটে খাওয়া মানুষ, শিল্পী-সাহিত্যিক, উকিল-সাংবাদিক, মেধাবী ছাত্র-শিক্ষক, পন্ডিত-গবেষক সব ধরণের মানুষ এসেছে। এ মানুষগুলি সবাই যে বৈধভাবে এসেছে বা বৈধভাবে থাকছে তাও নয়। কোথায় কিভাবে নিজের দুনম্বরী পরিচয় ফাঁস হয়ে ফ্যাসাদে পড়বে এমন ভয় কমবেশি সবারই মনে থাকে। এখানে অর্থোপার্জন সংক্রান্ত গোপনীয়তা রক্ষা দিবারাত্রির সংগ্রাম। ভেবে দেখুন ঢাকার একজন

বিস্তারিত




এই জনপদে


অরন্য

Sur (The South) 1988


১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ১২৭ মিনিট দৈর্ঘ্যের এই আর্জেন্টেনিয়ান ছবিটি নিয়ে লিখতে বসার মূল কারণ হলো, এর চিত্রনাট্য ও তার ব্যতিক্রমী বিস্তার। কীভাবে একটি কাহিনীকে টুকরো টুকরো করে ভেঙে পুনরায় তাকে জুড়ে দিয়ে করে তোলা হচ্ছে বিশাল থেকে বিশালতর, এবং সবসমেত আমরা কত অনায়াস এটে যাচ্ছি সেই পরিধির মধ্যে। ১৯৮৩ সালে আর্জেন্টিনার সামরিক অভ্যুত্থান ও তার ফলে জনজীবনে নেমে আসা দুর্ভোগ ও অশুভতার ছায়াতেই আলোকসম্পাত করতে চেয়েছেন ফার্নান্দো সোলানাস, যেখানে তিনি একাধারে তুলে এনেছেন জীবনের টানাপোড়েন, রাজনীতি, নিপীড়ন, প্রেম, প্রতারণা, অস্তিত্ব সংকট, এবং নতুন আশা। সবগুলো এত চমৎকারভাবে একে অপরের সাথে মিশেছে যে, এই ছবিটিকে ডিসেকশন করতে গেলে কোনো একক সত্ত্বা পাওয়া মুশকিল। কোনো বিশেষ চরিত্র বা অধ্যায়ের দিকে বিন্দুমাত্র মনোযোগ তৈরী করে না এর চিত্রনাট্য। আর সোলানাস এতে নিজের মেধা ও মনন যোগ করে, তাকে তুলে নিয়ে গেছেন সেই পর্যায়ে, যেখানে যাবার জন্য অনেক পরিচালককেই আমরা বেরিয়ে আসতে দেখেছি প্রথাগত চলচ্চিত্র নির্মাণের অবস্থান থেকে, এবং নিজস্ব সৃষ্টিশীলতায় নির্মাণ করেছেন এমনসব চলচ্চিত্র, যা আমরা স্মরণ করি আজও, এবং করব, বহুবছর।
সোলানাসের সাথে আমার পরিচয় ঘটে, ১৯৬৮ সালে তাঁর নির্মিত ডকুমেন্টরি, “দি আওয়ার অব দ্য ফারনাসেস” এর মাধ্যমে, এবং সেটা দেখে মুগ্ধ হয়েই শুরু করেছিলাম তার ছবি সংগ্রহ করতে। এটি তার তৃতীয় ছবি, এবং তিনি খুব ভালভাবেই পেরেছেন আমাদের সামনে নিজের সৃষ্টিশীল মননের পরিচয় তুলে ধরতে। যদি আমি ছবিটিকে চারটি মূল অংশে ভাগ করি, যেমন, চিত্রনাট্য, পরিচালনা, সঙ্গীত ও অভিনয়, তবে নিশ্চিতভাবেই প্রতিটি অংশই দাবী রাখে তাদের স্ব স্ব সৃষ্টিশীল অনন্যতার জন্য উচ্চাশ্বাস। বিশেষ করে এর চিত্রনাট্যটাই ছবিটিকে দিয়েছে এমন এক মাত্রা যে, যারা এটা দেখবে, তারা ষোলআনাই টের পাবে, কীভাবে একটি চিত্রনাট্য বার বার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এবং আপনা আপনিই জুড়ে গিয়ে সম্পূর্ণ একটি কাহিনীর অনবদ্য অবয়ব গড়ে তুলছে এতটুকু অসুবিধা ছাড়াই। বস্তুত এর কাহিনী, একের ভেতরে অসংখ্য মানুষের গল্প, যা পর্যায়ক্রমে রূপ নিয়েছে একটি সমাজ, তথা জাতি, তথা দেশ, এমনকী মানবজীবনের প্রকৃত বাস্তব গল্প হিসেবে।
ছবিটির শুরু হয় একসন্ধ্যায়, রবার্টো নামের একজন মধ্যবয়স্ক পুরুষের জেল থেকে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে, যেখানে সে

বিস্তারিত




Important Links:
Newspapers: Ittefaq   Prothom-Alo   Jugantor   BhorerKagoj   Janakantha   Kaler Kantho   AmarDesh   Inqilab   Naya Diganta   Shamokal  Desh Bangla  Jai Jai Din   Amader Shomoy   Bangladesh Shomoy   Sangbad   Manav Jamin   Ananda Bazar Daily Star   New Nation   Independent   Observer   New Age   Financial Express   News Today
Magazines: Shaptahik   Anyadin  Weekly Jaijaidin  Weekly 2000  Weekly Holiday  Weekly Evidence  BiWeekly Anannya  Monthly MeghBarta   Deshe Bideshe   Probash  Monthly Porshi  Alochona.org
Online Journals:  NYnews52 RedTimesBD   Banglamati  Basbhumi  Urhalpool  bdnews24  banglanews24
Radio Online: Voice of America  BBC Bangla Service  BBC Asian Network  German Bangla Radio  Betar Bangla LA Radio Japan (Bengali)  Radio Metrowave Dhaka  Ekushe Betar Sydney
Organizations: Bangla Academy   Mukto-Mona  
Poetry Mag: shabdaguchha   Poetry   Poetry International
Personal Page: Sunil Gangopadhyay   Taslima Nasrin   Hassanal Abdullah  

NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York