NYnews52.com a e-news paper in Bengali and English with video excerpts.
Logo: NYnews52.com


সব গ্রন্থই পবিত্র
অতএব জিকির থামিয়ে বলো
এতোকাল ক'খানা পড়েছো।

সব ঘরই পবিত্র
অতএব তাণ্ডব থামিয়ে বলো
তুমি তার ক'খানা গড়েছো।সাহিত্য/কবিতাশেখর সিরাজ

তিনটি কবিতা

পূর্ব প্রস্তুতি কিংবা প্রস্তাবনা

যদি আবার আমাদের প্রেম হয়
জাগতিক ভাবনা থেকে ইজারা পাবে।
আমাদের কিছু পূর্ব প্রস্তুতি কিংবা প্রস্তাবনা

বন্ধন মুক্ত হবে নির্মোচনে কিছু চামরের খোলশ
ভাদ্র মাসের কুকুরের মত আমরা হয়ে উঠবো না সঙ্গম প্রিয়
আমাদের আদি অনন্তে থাকবে বিশুদ্ধ যৌবন।

চর্চিত চন্দন সুবাসে
উন্মুক্ত হবে পৃথিবীর সমস্ত প্রেমিক যুগল...

আমাদের নতুন প্রেমের ইস্তেহারে একজন থাকবে
অন্যজনের পাঁজরের অংশ হয়ে

যেখানে যোনি কুঞ্জের শিল ভেঙ্গে
আমার প্রাক্তন প্রেমিকা নিয়ন আলোর অন্ধকারে...
হয়ে উঠবে না বেশ্যা

আমার ভিতরের খৎনা পুরুষটি
হয়ে উঠবে না ধর্ষক...

আফ্রোদিতি

মন ভাঙ্গতে ভাঙ্গতে শরীরও ভাঙ্গন ধরিয়েছে
স্রোতস্বিনী ভালোবাসার সে নদী।

রাতের অন্ধকারে সিঁধকাটা চোরের মতন
এক একটা দীর্ঘশ্বাসের চাঙ্গড় ফেলে
রাস পূর্নিমার ভরা যৌবনে...

একদা আমিও সুবর্ণ জয়ন্তী উৎসবে মৃদঙ্গ
উল্কি এঁকেছিলাম বুকের পাঁজরে।

ত্রিশূল হাতের খনন
ভালোবাসার প্রত্নতত্ত্বের ফসিল।

রাগিণী যোনি কুঞ্জে শিল ভাঙ্গে অহর্নিশ
আমার আর্য দ্রাবিড় বংশধরের বীর্য।

ধর্ষিত রাগিণী জরায়ু
আফ্রোদিতির কুটেজ ভ্রূণ...
পরিচর্যা নিড়ানি শেওলা ছাতার শিকড়গুলো

চোখের পর্দায় নেচে ওঠে পুরোনো দিনের বায়স্কোপ
প্রয়াত নট মন্দিরের জলসা ঘর

মোলায়েম নর্তকীর দেহজ মুদ্রা
ধর্ষিত
রাগিণী
জরায়ু
আফ্রোদিতির কুটেজ ভ্রূণ
আর,
আর্য দ্রাবিড়ের বংশধরের বীর্য।

সাপলুডু

যদি তুমি সওদা করো
আমিও নিলামে উঠে যাবো।

একশ এক, একশ দুই, একশ তিন...

আবার আমাদের প্রেমের সেঞ্চুরী হবে
ঘর্ষণে ঘর্ষণে জ্বলসে উঠবে
পান সুরার রং মহল।

নট নর্তকীর দেহজ মুদ্রায় বন্ধক দেবো
আমার খৎনা পুরুষের কৌমার্য

রাস পূর্ণিমার চন্দ্র ভোগে
সাপলুডু খেলায় মজে উঠবে উরুদ্বয়ের সন্ধিস্হল
ভালবাসতে যেয়ে বারবার ভিজে উঠবে
ধর্ষিত শরীরের বৃত্ত ঘর...

লকলকিয়ে উঠবে মাধবীলতার মত
প্রিয় কিছু সঙ্গমের কামসূত্র।

ধমনীর রমণ তন্ত্রের ইস্তেহারে বদলে যাবে
আমাদের প্রেমের বংশীবাদক...
Contact Us