Back to Front Page |
খেলাধূলা (© Getty) এনওয়াইনিউজ৫২: এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের শিরোপা জিতলো ইংল্যান্ড। যাদের হাতে ক্রিকেট শুরু তারাই যেনো এই খেলার শীর্ষ পর্যায় থেকে বার বার পাদ পড়ে যাচ্ছিলো। কি অনডে কি টি২০ সবখানেই ছিলো হতাশার জাল। কিন্তু না এবার ঘুরে দাঁড়ালো সেই দলটি। ২০১০ এর আসর মাতানো টি২০ ফাইনালে হাট-ফেবারেট অস্ট্রেলিয়াকে হারিয়ে কলিংউডের দল জিতে নিলো বিশ্বসেরা উপাধী। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় কালিংউড। হয়তো সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টি২০-র সর্বোচ্চ রান চেজের যে পহড়া দেখিয়ে ছিলো অস্ট্রেলিয়া তার ফলস্রুতিতেই ইংল্যান্ড দলের অধিনায়ক ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সফলও হয়েছিলেন, মাত্র ১০ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে। তবে হাসি ভ্রাতৃদ্বয়ের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছিলো অস্ট্রেলিয়াও। ৬ উইকেটে শেষ পর্যন্ত সংগ্রহ করেছিলো ১৪৭ রান, যা পরিশেষে ইংল্যান্ডের জন্যে একটি সফল রান চেজে পরিণত হয়। তিন ওভার বাকি থাকতে মাত্র ৩টি উইকেট হারিয়ে শিরোপা তুলে নেয় ইংলিশরা। ৬৩ রান তুলে কিসওয়েটার হন ম্যাচ সেরা আর প্রত্যয়ী ক্রিকেটার কেভিন পিটারসন পান এই সিরিজের সেরা খেলোযাড়ের পুরস্কার। অস্ট্রেলিয়ার কাছে হেরে টি২০ থেকে বাংলাদেশের বিদায় (© Getty) ৫মে, নিউজ৫২: একটি চকমৎকার সুযোগ হাত ছাড়া হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের। দলীয় শেষ খেলায় টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার সিদ্ধান্ত নিলে বাংলাদেশের জন্যে একটি ভালো অপেনিং এনে দেন পেসার মাশরাফি। ৬৫ রানে অস্ট্রেলিয়া যখন ৬ উইকেট হারায় তখন বাংলাদেশ শিবিরের আনন্দ একই ভাবে ঢেউ তোলে পৃথিবী ব্যাপি বিপুল দর্শকদের মাঝে। কম্পিউটরের মনিটরে তাকিয়ে অনেকই ভাবতে থাকেন বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে খেলার কথা। কিন্তু সপ্তম উইকেটে ঘুরে দাঁড়িয়ে অজিরা তোলেন ১৪২ রান। টার্গেট যদিও হাতের নাগালে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট হওয়া সেই জুনায়েদকে দিয়েই ৪ রানে শুরু হলো উইকেট বিলিয়ে দেবার পালা। ১৫ রানে বাংলাদেশের নেই চার উইকেট! এই অবস্থা থেকে দলকে কোনো রকমে টেনে তোলেন অধিনায়ক সাকিব ও সহ অধিনায়ক মুশফিক। তবে, শেষ পর্যন্ত বলতেই হয় এখনও চাপের মুখে যথেষ্ট ধৈর্য্য ধরে খেলার অভ্যাস গড়ে ওঠেনি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। ফলতঃ ১১৪ রানে সব শেষ। ওদিকে গ্যালারীতে বসে পাকিস্তানের বেশ ক'জন দাড়িওয়ালা ক্রিকেটার হেসে কুটিকুটি! টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশ হারলো অস্ট্রেলিয়া ২৬ এপ্রিল, নিউজ৫২: প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারালো বার্বাডোসকে আর অস্ট্রেলিয়া হারলো জিম্বাবুয়ের কাছে। ব্রীজটাউটে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে তোলে ১৬৬ রান। হাফ সেঞ্চুরি (৫৭) করে ব্যাটেবলে সবচে' বেশী সফলতা দেখান ইমরুল কায়েস, আশরাফুল ৩৫ করে রানে ফেরার আশা জাগিয়ে তোলেন, আফতাফ করেন ২৬ রান। জবাবে বার্বাডোস তিন উইকেট হারিয়ে করে ১৩০। অন্যদিকে সেন্টলুসায় অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারায় ১ রানে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। চিগাম্বুরার ৭৬ রানের উপর ভর করে তারা ৭ উইকেট হারিয়ে করে ১৭৩ রান। জবাবে অস্ট্রেলিয়াও ৭ উইকেট হারায়, কিন্ত রান তোলে ১৭২। অর্নার করেন ৪৯ বলে ৭২ আর ক্লার্ক করেন ৪২ বলে ৪৯ রান। তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যান রান আউটে পড়েন। আইপিএল ফাইনালে ধোনির বিজয় ২৫ এপ্রিল, নিউজ৫২: বহুল আলোচিত আইপিএল চ্যাম্পিয়ান হল চেন্নাই সুপার কিং। ফাইনালে টসে জিতে দলটির অধিনায়ক ম.এস. ধোনি ব্যাট করার সিন্ধান্ত নেন। কিন্তু আইপিএল ফাইনালে সর্বনিন্ম ৫০ গড়ার রেকর্ড করার পর মনে হচ্ছিলা দলটি বোধ করি আর উঠে আসতে পারবে না। ৩১ বলে সতের করে ম্যাথু হাইডেন ফিরে গেলে, ৪৭ রানে দুই ওপেনারের বিদায় যেনো সারা মাঠে দুঃখের সানাই বাজিয়ে দেয়। কিন্তু দুইবার ক্যাচ ড্রপের সুবাদে রাইনার দ্রুততম পঞ্চাশ আর ধোনির ১৩ বলে ২২ রান দলটিকে আইপিএল ফাইনালের সর্বোচ্চ রানে পৌছে দিতে সক্ষম হয়। ১৬৯ রানের টার্গেট নিয়ে লিটল মাস্টার টিন্ডুলকারের দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম অভার মেইডেন। এবং, এক রানে এক উইকেট চলে গেলে ফাইনালের ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে যায়। তবে ঘুরে দাড়ায় মুব্বাই ইন্ডিয়ান্সও। শেষ দিকে মারমুখো হয়ে ওঠে। আট নম্বরে পোলার্ড এসে ১৭তম অভারে ২২ রান নিলে মুব্বাই ইন্ডিয়ান্সও জয়ের স্বপ্ন দেখে। কিন্তু পরের ওভারের শুরুতেই পোলার্ডের পতন দলটির পরাজয় নিশ্চিত করে দেয়। ৯ উইকেটে ১৪৬ করে ২২ রানের জয় তুলে দেন লিটল মাস্টার টেন্ডুলকার জাতীয় দলে তারই স্বতীর্থ ধোনির হাতে। |
Contact Us