যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেকারত্বের সংখ্যা ৯.৯ শতাংশ। ওবামা ক্ষমতা নেওয়ার সময় এই সংখ্যা ছিলো ৭.৬ শতাংশ।
যদিও বুশের রেখে যাওয়া পঙ্গু অর্থনীতির মেরুদণ্ড সোজা করার কাজে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ওবামা
প্রশাসন--ইতিমধ্যে রেসেশন কাটিয়ে দেশটি অনেকটাই স্বভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং ২০১০ সালের এপ্রিলেই
তিনলক্ষ কর্মসংস্থান হয়েছে--তথাপিও বেকারত্বের হার যেনো বেড়েই চলেছে। এর মূল কারণ অবশ্য রিয়েলস্টেটে
যুগান্তকারী ধ্বস। একে একে ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যাওয়ার পিছনেও রয়েছে এই একই সমস্যা। ওদিকে ৬ মে, ২০১০ একদিনে মাত্র
দু'ঘণ্টার ভেতর ডাওজোন্স হারিয়েছে ১ হাজার পয়েন্ট, যদিও দিনের শেষ প্রহরে ওই হারানো সূচকের ৩২৩ ফিরে আসে। বিশেষজ্ঞরা
মনে করছেন কনজুমার কনফিডেন্স ফিরে আসতে আরো প্রায় ছ'মাসের মতো লেগে যাবে।