The Birth of BangladeshMay 26, 2010 Updated on Wednesdays প্রথম পাতা সাবওয়ে সিরিজে মেটস-এর জয় এনওয়াইনিউজ৫২: ২৬ মে: ইয়াংকি ও মেটস, বাংলাদেশের অবহানী ও মহামাডানের মতো বেস বলে নিউইয়র্কে দুই চির প্রতিদ্বন্দ্বী দল। ইয়াংকির নিজস্ব স্টেডিয়াম হলো ব্রঙ্কসের ইয়াংকি স্টেডিয়াম আর মেটসদের কুইন্স-এর সিটি ফিল্ড। সিটিফিল্ড সাত নম্বর ট্রেনের শেষ মাথায় আর ইয়াংকি স্টেডিয়াম বি ট্রেনের শেষে। ফ্যানদের মধ্যে ট্রেন যাতায়াত বাড়ানোর জন্যে প্রতিবছর আয়োজন করা হয় সাবওয়ে সিরিজ। এবছর এই সিরিজ হয়ে গেলো শুক্র, শনি ও রবিবার সিটিফিল্ডে। প্রথম দিন ইয়াংকি দুই-এক রানে জয় তুলে নিলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে চার-দুই ও ছয়-চার রানে জয় তুলে নেয় মেটস। দ্বিতীয় দিনে জেসন বে'র অসাধারণ ব্যাটিং থেকে খেলায় সমতা আসার পর জয়ের জন্যে এই দলটির আর পিছে ফিরে তাকাতে হয়নি। জাতিসঙ্ঘের সামনে যুবদলের সমাবেশ নিউজ৫২: ১৭মে নিউইয়র্কস্থ জাতিসঙ্ঘ সদর দপ্তরের সামনে স্থানীয় নেতা কর্মীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র যুবদলের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদল সূত্রে জানানো হয়, এই সমাবেশের আয়োজন বাংলাদেশে পানি, বিদ্যুৎ, গ্যাস সংকট, বিচার বহির্ভূত আটক ও হত্যাকান্ড ইত্যাদির প্রতিবাদে। যুক্তরাষ্ট্র যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ-এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, হেলাল উদ্দিন, শরীফ লস্কর, সৈয়দ জুবায়ের আলী, শাহাদত হোসেন, গিয়াস উদ্দিন, আবুল হোসেন সুরমান, আবুল বাসেদ, তাজুল ইসলাম খান প্রমুখ। হাসপাতালের ফান্ড রেইজিং বশীর উদদীন আহমেদ: আটলানটা, ১৬ মে, রবিবার স্হানীয় পূনা ইন্ডীয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় কক্সবাজারস্থ মা ও শিশূ হাসপাতালের সাহায্যার্থে ফান্ড রেইজিং অনূষ্ঠান। সর্ব সাকূল্যে ৫২০০ ডলার সংগৃহীত হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। সংগৃহীত অর্থ হোপ ফাউন্ডেশনের সভাপতি জনাব ডা. ইফতেখার মাহমুদের নিকট হস্তান্তর করা হয়। প্রাপ্ত অর্থ মা ও শিশূদের কল্যাণে বিনা মূল্যে স্বাস্থ্য সেবায় ব্যয় করা হবে। অনূষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন আটলানটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবী মেঘনা ট্রেভেল্সের স্বত্ত্বাধীকারী জনাব নূর জিন্নাহ্ ত্রবং আটলানটা হাউজিংয়ের কর্ণধার প্রকৌশলী এ. কে. আজাদ। আরো সংবাদ অর্থনীতি চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে কবিতা/সাহিত্য গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা দু'টি কবিতা /মনসুর আজিজ কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ গল্প/মোজাফফর হোসেন ছড়া হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ পুরোনো সংখ্যা |
আমরা সবার কথা বলি
দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলো উত্তর কোরিয়া২৫ মে, ২০১০ মঙ্গলবার উত্তর কোরিয়া পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার জাহাজ ডুবির ঘটনার তদন্ত প্রতিবেদনে উত্তর কোরিয়াকে দায়ী করায় পিয়ং ইয়ং এই ঘোষণা দেয়। অবশ্য এর আগে দক্ষিণ কোরিয়া তার জল সীমায় উত্তর কোরিয়ার সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করে। এদিকে চীনে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন দক্ষিণ কোরিয়ার জাহাজ ডুবির ব্যাপারে সে দেশের তদন্ত সংস্থার রিপোর্টকে গুরুত্ব দিয়ে বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বতোভাবে সমর্থন করে।" প্রেসিডেন্ট ওবামা ওই অঞ্চলে অবস্থিত মার্কিন মিলিটারি কমান্ডারদের দক্ষিণ কোরিয়ার সৈন্যদের সাথে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন যাতে ভবিষ্যতে উত্তর কোরিয়ার কোনো ধরনের হামলা মোকাবেলার জন্যে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি সহজতর হয়। (সূত্র: সিএনএন) প্রথম বাংলাদেশীর এভারেস্ট জয়নাম মুসা ইব্রাহীম। বয়স ৩০। প্রথম বাংলাদেশী হিসেবে গত ২৩ মে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চুড়া স্পর্শ করেন। এর পর তিনি সেখান থেকে ধীরে ধীরে নেমে আসেন বেস ক্যাম্পে। ২৬ মে বুধবার তাঁকে এভারেস্ট জয়ের সনদ দেয়া হয়। জার্মান রেডিও ডয়েসে ভেলের বাংলা বিভাগকে মুসা ফোনে জানান, "আমি এভারেস্ট জয় করেছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষের একটা আশা ছিলো; সেটা আমি পূরণ করতে পেরেছি।" উল্লেখ্য এভারেস্ট জয়ের সনদ পাবার জন্যে চূড়ায় অবস্থিত বুদ্ধমূর্তির সাথে ছবি তুলে বেস ক্যাম্পে জমা দিতে হয়। (সুত্র: কালের কণ্ঠ) জুলাইয়ের প্রথম সপ্তাহে নিউইয়র্কে বইমেলা ও বাংলা উৎসবএনওয়াইনিউজ৫২: মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্কে ১৯তম বইমেলা ও বাংলা উৎসব অনুষ্ঠিত হবে ২, ৩, ৪ ও ৫ জুলাই। স্থানীয় পিএস ৬৯-এ অনুষ্ঠিতব্য এই বইমেলার মূল থিম রবীন্দ্র সাহিত্য। বাংলাদেশ ও ভারত থেকে আসছেন উল্লেখযোগ্য সংখ্যক লেখক ও প্রকাশক। মুক্তধারা সূত্রে জানা যায়, আমন্ত্রিত লেখকদের তালিকায় আছেন সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুন, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার প্রমুখ। ঢাকা ও কলকাতা থেকে যে সব প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য অনন্যা, মাওলা, ইউপিএল, সন্দেশ, আনন্দ পাবলিশার্স, দেজ, সাহিত্যম, দেব সাহিত্য কুঠির প্রমুখ। মুক্তধারার সত্ত্বাধিকারী জনাব বিশ্বজিত সাহা এনওয়াইনিউজ৫২কে জানান, "রবীন্দ্রনাথের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে এবছর বইমেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।" তাঁর প্রকাশিত বাংলা, ইংরেজী বই ও শিল্পকর্মের প্রদর্শনিও করা হবে বলে তিনি উল্লেখ করেন। বইমেলায় আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থাকছেন মিতা হক, মৌসুমী ভৌমিক ও রেজওয়ানা চৌধুরী বন্যা। গ্রীষ্মের সন্ধ্যায় বারবাকিউ পার্টিএনওয়াইনিউজ৫২: নিউইয়র্কে এখন গ্রীষ্মের হাওয়া। উৎসব উদ্দীপনার ভিতর দিয়ে প্রাণ চাঞ্চল্য প্রকাশের সময়। বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের সাথে বাঙালীদেরও আয়োজনের অন্ত নেই। পথ মেলা, পথনাট্য, ব্লক ফেয়ার ইত্যাদি ছাড়াও গ্রীষ্মের মৌসুমের প্রধান আকর্ষণ বারবাকিউ পার্টি। বাড়ির বাইরে, কখনো পার্কে কখনো ঘরের পিছনের খোলা জায়গায়, আধুনিক চুল্লি জ্বালিয়ে পোড়া মাংসের স্বাদের সাথে রকমারি আড্ডার আয়োজন। ১৬ মে জ্যাকসন হাইটস-এ নিজের ব্যাক ইয়ার্ডে এমনই একটি বারবাকিউ পার্টির আয়োজন করেন নাট্যশিল্পী মহিউদ্দীন ওমর। সার্বিক সহযোগীতায় ছিলেন তাঁর পুত্র সৌরভ ওমর। নিউইয়র্কে বাঙালী প্রথম ও দ্বিতীয় প্রজন্মের এমন একটি মিলন ক্ষেত্র ছিলো বেশ উপভোগ্য। ঝলসানো মুরগীর রান, স্টেক (গরুর মাংশ), রকমারী চাটনি, স্যালারি, গাজর ইত্যাদি সহ বিভিন্ন প্রকার ফলমূল, পানীয় ছাড়াও বাঙালীদের নিত্য সঙ্গী মিষ্টান্ন আর শিল্প সাহিত্যের বিশেষ আড্ডায় মুগ্ধময় হয়ে উঠেছিলো রোববারের একটি সন্ধ্যা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ ফজলে রাব্বী, নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনের অন্তর্গত হাইস্কুল শিক্ষক আব্দুল মতিন ও মি. মাহমুদ, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মাদ শহীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানস্বতন্ত্র কাব্যচিন্তা |
প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০ রক্তে কেনা স্বাধীনতা
Watch more videos কিসের এতো কথাবেলাল বেগফালতু চীৎকার ক্ষুধার জ্বালায় আবর্জনার স্তূপ থেকে নষ্ট খাবার তুলে নেবার দৃশ্য কখনো কখনো দেখা যেতে পারে কিন্তু সত্যের ইতিহাস সময়ের আস্তাকুঁড় থেকে কিছুই গ্রহন করেনা। মিথ্যার অমোঘ পরিণাম হচ্ছে, ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। বঙ্গবন্ধুর হত্যার বিচারের ঘটনা দিয়ে ইতিহাস জিয়াকে ঐ প্রক্রিয়ায় নিক্ষেপ করেছে। বিস্তারিতএই জনপদেঅরণ্যফিল্ম রিভিউ ১৯৯০-এর কোলকাতা চলচ্চিত্র উৎসবে যে দুটো ছবি সবচে’ বেশি প্রশংসিত হয়, তার মধ্যে একটি ছিল ’থিও অ্যাঞ্জিওপুলাস’-এর ’ল্যান্ডস্কেপ ইন দ্য মিস্ট’ ছবিটি, এবং সন্দিপন চট্টোপাধ্যায় নিজেও ছবিটি সম্পর্কে খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, এবং এর প্রধান দুই শিশু চরিত্রকে আখ্যায়িত করেছিলেন, গ্রীসের ’অপু-দুর্গা’ বলে। ’পথের পাঁচালী’ আমিও দেখেছি, এবং বিশ্ব র্যাংকিংয়ের উপরের দিকে থাকা হাজারের অধিক ছবি সংগ্রহ শেষে আমার নিজস্ব মত এই, বিশ্ব চলচ্চিত্র ’পথের পাঁচালী’র মত অসাধারণ সেলুলয়েড নির্মাণ আর দু’টি পাবে না, এবং এই একটিমাত্র ছবির জন্যই সত্যজিৎ রায় বছরের পর বছর বেঁচে থাকবেন চলচ্চিত্র প্রেমিদের মনে। বিস্তারিত |