The Birth of BangladeshJune 30, 2010 Updated on Wednesdays প্রথম পাতা নিউইয়র্কে দু'টি ট্রেন সহ ৩৮টি রুটে বাস চলাচল বন্ধ হচ্ছে ২৭ জুন থেকে 'ডব্লিউ' ও 'ভি' নামের দু'টি ট্রেন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিয়েছে নিউইয়র্ক সিটি ট্রানজিট অথরিটি (এমটিএ)। এই দু'টি ট্রেনই চালু করা হয়েছিলো ২০০১ সালে যথাক্রমে 'এন' এবং 'এফ' রুটে বর্ধিত জনগোষ্ঠীর জন্যে যাতায়ত সহজতর করার লক্ষ্যে। কিন্তু সিটির ক্রমবর্ধমান অর্থিক দৈন্যের কারণে ১০ বছর পর এই ট্রেন দু'টি বন্ধ করে দেয়া হলো। ওদিকে এমটিএ আরো জানিয়েছে যে অতিশীঘ্রই ৩৮টি রুটে বাস চলাচলও বন্ধ করে দেয়া হবে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে অনেকেই মনে করছেন। (সূত্র: টেন-টেন উইনস) আর্জেন্টিনা গেলো বটে! কোয়ার্টার ফাইনালে মেসির দল আর্জেন্টিনা উঠে গেলো কিন্তু অবসাইটে প্রথম দু'টি গোল না-মঞ্জুর হলে, যেটা ছিলো খুব স্বাভাবিক, এই খেলার ফলাফল কোথায় গিয়ে দাঁড়াতো তা বলা মুশকিল। শুরু থেকে যেভাবে আক্রমনাত্মক খেলা উপহার দিচ্ছিলেন মেহিকোর প্লেয়াররা তাতে খোদ ম্যারাডোনারই পিলে চমকে গিয়েছিলো। কিন্তু আর্জেন্টিনার সাথে ইটালিয় রেফরি নিজেও বল খেলে দলটিকে আপাত বিপদ থেকে রক্ষা করলেন। দিনের প্রথম খেলায় ইংল্যান্ডের স্পষ্ট গোল বাতিল ও দ্বিতীয় খেলায় আর্জেন্টিনাকে দু'টি অবসাইট গোল দিয়ে দেওয়ায় বিশ্বজোড়া যে রিভিউ আবেদনের ঝড় উঠলো 'ফিফা' তা উড়িয়ে দিয়ে গোয়ারের মতো বসে থাকলো নিজের আসনে। অথচ বেসবল ও ক্রিকেটে যে সময়ে রিভিউ-এর প্রচলন করা হয়েছে, সেখানে ফুটবল রয়ে গেলো অন্ধকারে। আরো সংবাদ অর্থনীতি চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে কবিতা/সাহিত্য তিনটি কবিতা/শেখর সিরাজ গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা দু'টি কবিতা /মনসুর আজিজ কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ গল্প/মোজাফফর হোসেন ছড়া হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ পূ্র্ববর্তী সংখ্যাঅন্যান্য পুরোনো সংখ্যাপুরোনো সংখ্যা |
আমরা সবার কথা বলি
তিন রাজাকার গ্রেফতার
নতুন প্রজন্মের বাংলাদেশী ছাত্রছাত্রীর কৃতিত্ব
যুক্তরাষ্ট্রের পরাজয়ে কষ্ট পেলেন দুই প্রেসিডেন্ট
বিশ্বের সবচে ক্ষমতাধর দেশটি ফুটবলের দুর্বল শক্তি ঘানার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল, এটা মেনে নিতে পারছেন না ওবামা কিংবা বিল ক্লিনটন। শনিবার খেলার সময় ওবামা সবকিছু ফেলে চোখ নিবদ্ধ রাখেন টিভি পর্দায়। মার্কিন টিম যখন ভালো খেলেছে তখন ওবামা অন্য দর্শকের মতোই উল্লসিত হয়ে হাততালি দিয়েছেন আবার দল গোল খেলে তার মুখে রাজ্যের আঁধার নেমেছে। খেলার সময় হন্তদন্ত হয়ে হোটেল রুমে ঢোকেন হোয়াইট হাউসের চীফ অব স্টাফ র্যাম ইমানুয়েল। ঢুকেই তিনি ওবামার কাছে জানতে চান, কতটুকু সময় বাকি আছে। ওবামা শুকনো গলায় জবাব দেন, মাত্র ৫ মিনিট! এই ৫ মিনিটের মধ্যে মার্কিন দল গোল দিতে না পারলেই সব শেষ! শেষ পর্যন্ত মার্কিন দল পারেনি। ওবামার ভারি মনও আর ওইদিন হাল্কা হয়নি। তিনি যেন এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছিলেন না। একই অবস্থা ছিল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের। তিনি গ্যালারিতে বসে খেলা দেখেছেন। ঘানা যখন প্রথম গোলটি দেয় তখন ক্লিনটন মনের কষ্টে দুই হাত মুখে দিয়ে মাথা নিচু করেন । আবার যুক্তরাষ্ট্র গোল শোধ করলে তার সে কি উল্লাস! কিন্তু শেষ পর্যন্ত তার দেশ পরাজিত হয়ে যখন মাঠ ছাড়ে তখন ক্লিনটনও ছিলেন যথেষ্ট বিষণ্ন। কবিতা: কালের অমৃতধারা
স্বতন্ত্র কাব্যচিন্তা |
প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০ রক্তে কেনা স্বাধীনতা
Watch more videos কিসের এতো কথাবেলাল বেগআবার বুঝি জাগছে বাঙালী বাঙালী চরিত্রের যে প্রধান বৈশিষ্ট বিনয়, তার অনেক গভীরে লুক্কায়িত ছিল হীনমন্যতার একটা আস্তরণ। এটি ছিল পাঠান, মুঘল ও বৃটিশের আক্রমণ ও দখলের সংগে বংশ পরম্পরায় মাথা নত করে থাকার অবিসম্ভাবী পরিণাম। বৃটিশ গনতন্ত্রের সংস্পর্শে আসার পর বাঙালীর আত্বাবিষ্কারের উদ্বোধন ঘটে। শিক্ষিত বাঙালী আবিষ্কার করল তার গৌরবের খনিসমূহ:- হাজার বছরের উচ্চমানবিক সাংস্কৃতিক ঐতীহ্য, একটি সমৃদ্ধ ভাষা এবং ধর্মনিরপেক্ষ জীবন। বাঙালীর জাতিস্বত্তার পুনরাবিষ্কারের পর কলকাতাভিত্তিক শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে জাগরণের দুটি ধারা দেখা দিয়েছিল- একটি বৃটিশ গনতন্ত্রের অনুসরণে এগিয়ে যাওয়া এবং অন্যটি বিপ্লবের পথ। বিপ্লবের পথটি কয়েকটি হত্যাকান্ড এবং সূর্যসেনদের আকস্মিক চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের মধ্যেই শেষ হয়ে যায় কারণ এতে ব্যাপক জনগোষ্ঠির কোন সম্পৃক্ততা যেমন ছিল না তেমনি ছিল শাসকদের নৃশংস দমননীতি। যাইহোক, আত্বাবিষ্কারের এ উভয় ধারার মিশ্রিত ফলে বাঙালী জাতীয়তাবাদ কেবল সারা ভারতের সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠানই হয়েছিল না বরং অখন্ড ভারতীয় জাতীয়তাবাদেরও পথিকৃৎ হয়ে পড়েছিল। বৃটিশ সাম্রাজ্যবাদ এতে প্রমাদ গোণে। সর্ব^ভারতীয় জাতীয়তাবাদ তাদের ভারত-ত্যাগ কেবল ত্বরান্বীতই করবে না বরঞ্চ তাদের অর্জিত সুবিধাসমূহ পরবর্তীকালেও হাতছাড়া হয়ে যাবে। প্রতিকার হিসাবে ১৮৫৭ সালের সিপাহী যুদ্ধ থেকে নেয়া ধর্মীয় বিভেদ ও শত্র“তা সৃষ্টির শিক্ষাকে আরও ফলপ্রসু করার উদ্যোগ নেয়। বঙ্গভঙ্গ ও তার বাতিল দিয়ে বৃটিশ তার ’ডিভাইড এন্ড রুল’ নীতির সার্থকতা আর একবার প্রমান করল। শুধু তাই নয়, ভারতকে তিন টুকরো করে এ অঞ্চলকে সাম্রজ্যবাদের থাবার নীচে রাখতেও সক্ষম হলো। চল্লিশের দশকে স্ফূটাংকে পৌঁছা সামপ্রদায়িকতার রক্তাক্ততা ভারতে না হলেও পাকিস্তান নামক উদ্ভট রাষ্ট্রে জনগনের গনতান্ত্রিক সংগ্রাম কুৎসিৎ সামন্তবাদী ও সাপ্রদায়িক সামরিক বুটের তলায় পিষ্ট করতে থাকে। তা সত্বেও পূর্ববাংলায় গনতন্ত্রের সংগ্রাম অব্যাহত থাকে যদিও বাঙালী জতীয়তাবাদের ধারাটি যথেষ্ট ক্ষীন হয়ে আসছিল। এমন সময় ঘটে রাষ্ট্র ভাষা বাংলার জন্য গনতান্ত্রিক আন্দোলনকারীদের উপর মুসলিম লীগ সরকারের গুলি বর্ষনের ঘটনা। বলা চলে ঐ একটি মাত্র ঘটনাই অলৌকিকভাবে বাঙালী জতীয়তাবাদকে রাতারাতি মহাশক্তিতে রূপান্তরিত করে দিয়েছে। তারপরের ইতিহাস পাকিস্তান-কেন্দ্রিক সামন্তবাদী ও উগ্র সামপ্রদায়িক সামরিক শক্তির সংগে বাঙালী জাতীয়তাবাদের নিরবচ্ছিন্ন গনতান্ত্রিক সংগ্রামের ইতিহাস। এ সংগ্রামকে নিশ্চিহ্ন করতে গিয়ে ১৯৭১ সনে পাকিস্তানীরা বাঙালীর একচ্ছত্র রাজনৈতিক দল ও তার সৃজন ও চিন্তাশীল মানুষদের নির্বিচার হত্যার সামরিক অভিযান চালায়। এ্যাদ্দিনে গনতন্ত্রের প্রভাবে বিশেষ করে ক্ষনজন্মা বঙ্গবন্ধু শেখ মুজিবের অতুলনীয় নেতৃত্বে বাঙালী জাতীয়তাবাদের শিখা প্রায় ঘরে ঘরেইই প্রজ্জ¦লিত হয়ে গিয়েছিল। একাত্তরে তাই গোটা বাংলাই বারুদের মত জ¦লে উঠেছিল। মানুষ কিন্তু ১৯৪৭ এর মত তখনও স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল না। বিস্তারিতএই জনপদেনাজনীন সীমনফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড কোটি কোটি দর্শক নিঃসন্দেহে মাথায় হাত দিয়ে বসেছেন, রাগে ফেটে পড়েছেন যখন ব্রাজিলের কাকাকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়। লেখার দ্বিতীয়ার্ধের শেষ ভাগে আইভরি কোস্টের ফরওয়ার্ড আব্দুল কাদের কেইটা ঘাসের উপর গড়িয়ে পড়লেন যেনো তার চোখে কেউ মরিচ গুঁড়ো ছিটিয়েছে। রিপ্লে যারা দেখেছেন তাদের অনেকেই ভেবেছেন কেইটার পড়ে যাওয়া বিশ্বকাপ '১০ এর প্রণিধানযোগ্য অভিনয় কিনা। ফুটবলে খেলোয়াড়েরা অনেক সময়ই অনর্থক আছড়ে পড়ে, গড়াগড়ি খেয়ে, শরীর মুচড়ে রেফারীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকেন যাতে কোন ভাবে দলের পক্ষে ফ্রি-কিক, পেনাল্টি কিক ইত্যাদি আদায় করে নেয়া যায়। বিস্তারিত |