Logo: NYnews52.com





The Birth of Bangladesh


Vol 1, Issue 10
June 16, 2010
Updated on Wednesdays

প্রথম পাতা











সাকা চৌধুরী আটকের পর মুক্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপিকে গতকাল বুধবার রাত পৌনে ১০টায় নগরীর বাকলিয়া থানা পুলিশ আটক করলেও পরবর্তীতে রিটার্নিং অফিসারের চিঠির প্রেক্ষিতে রাতেই ছেড়ে দেয়। গত ১০ জুন কোতোয়ালী থানায় উপ-নির্বাচন কমিশনার ফরহাদ হোসেনের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে বাকলিয়া থানায় নিয়ে যাওয়া হয়। ২০০৯ সালের ভোটার তালিকা আইনের ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছিলো। সম্প্রতি সালাউদ্দিন কাদের চৌধুরী তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটার তালিকার ৫৫ হাজার ভোটারের ছবি নেই। এই অভিযোগ করার একদিন পর নির্বাচন কমিশন ওই মামলা দায়ের করে। ওই মামলার পরও সালাহউদ্দিন কাদের চৌধুরী নির্বাচনী প্রচারণা ও প্রার্থীর পক্ষে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছিলেন। জানা গেছে, গতকাল বিকালে সালাউদ্দিন কাদের চৌধুরী নগরীর বাকলিয়া বলিরহাট এলাকা থেকে ফেরার সময় কালামিয়া নামক বাজার এলাকায় বাকলিয়া থানার এসআই আরিফ সন্দেহজনক হিসেবে তাকে বহনকারী পাজেরো গাড়িসহ দু’টি গাড়ি তল্লাশীর কথা বলে থানার সম্মুখে নিয়ে আসে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ির সাথে আরো ৩টি গাড়ি ছিলো। তবে অপর দু’টিকে পরে পাওয়া যায়নি। তিনি জানান, নির্বাচন আচরণবিধি লংঘন করে প্রচারণা চালাচ্ছেন কিনা এ সন্দেহে তার গাড়িসহ আরো একটি গাড়িকে থানার সামনে তল্লাশীর জন্য আনা হয়েছে। তবে গাড়িতে তল্লাশী করে কিছু পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি তাদেরকে জানিয়েছেন, তিনি মান্নান সওদাগর নামক এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। (সূত্র: ইত্তেফাক)

কক্সবাজারে পাহাড় ধ্বস

পাহাড়ধ্বসে নহিত সেনাসদস্য মোহাম্মদ ইসমাইলের লাশ কক্সবাজারের সীমান্ত উপজেলার উখিয়ার বালুখালী গ্রামে এসে পৌঁছালে সখোনে অবতারণা হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। আত্মীয়স্বজনের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সামরিক পতাকায় ঢাকা কফিন ঘিরে ছোট্ট উঠানে ভিড় জমায় গ্রামবাসী। অনেকের চোখই তখন সক্তি হয়ে ওঠে। জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে এখন এমনই বিষাদের ছায়া। গত মঙ্গলবাররে প্রবল র্বষণে পাহাড়ধ্বসে কক্সবাজার ও বান্দরবান জেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। একজন সেনাসদস্য ছাড়াও গতকাল বুধবার আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়ছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন। এঁদের মধ্যে ছয়জন সেনাসদস্য। প্রশাসন জানায়, গতকাল উখিয়ায় দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হচ্ছে হলদিয়া পালং ইউনয়িনের রুমখা চৌধুরীপাড়ার দশম শ্রেণীর ছাত্র আরমান ও অষ্টম শ্রেণীর ছাত্র মোস্তফা। তারা ঢলের পানিতে ভেসে গিয়ে প্রাণ হারায়। অন্যদেকে কক্সবাজার সদরে উদ্ধার করা হয়েছে একটি শিশুর লাশ। জেলার হমিছড়ি সেনাছাউনির নিখোঁজ সদস্যের লাশও গতকাল বিকেলে উদ্ধার করা হয়।






আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ




পুরোনো সংখ্যা









পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


মন্তব্য প্রতিবেদন:

আটলান্টিকে তেলের ছড়াছড়ি: বিপর্যস্ত জনজীবন


এনওয়াইনিউজ৫২: ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) ছিদ্র পাইপ দিয়ে এপর্যন্ত সমুদ্রে কি পরিমাণ তেল ছড়িয়েছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের হিসেব মতে প্রতিদিন প্রায় ২ মিলিয়ন গ্যালন ভেসে যাচ্ছে জলে। মে মাসের ১৪ তারিখে শুরু হওয়া এই তেল দুর্ঘটনা সমাধানের এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ অগ্রগতি হয়নি। তবে শুধু পানির উপরেই নয়, সমুদ্র পৃষ্ঠের প্রায় ৫০ ফুট নিচেও এই তেল মিশে যাওয়ায় উপকূলবর্তী এলাকায় দেখা দিয়েছে বিপুল বিপর্যয়। জন জীবন ইতিমধ্যেই ভয়ঙ্কর ভাবে হয়েছে ক্ষতিগ্রস্থ। সমুদ্রে নামতে পারছেন না মৎস্যজীবীরা। ওদিকে প্রতি গ্যালন তেল সমুদ্রের পানিতে ছড়ালে নির্ধারিত আট শত ডলার হারে বিপির জরিমানই হয়েছে এপর্যন্ত ১২ বিলিয়ন ডলারের উপরে। আবহাওয়াবিদরা বলছেন তেলের মাধ্যমে পরিবেশ দুষণের দীর্ঘ প্রভাব পড়বে মার্কিন উপকূলবর্তী এলাকায়। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্যে বিপির কাছে ২০ বিলিয়ন ডলারের থোক বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। (সূত্র: সিএনএন, টেন-টেন উইন্স)



২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রথম অঘটন: স্পেনের পরাজয়


এনওয়াইনিউজ৫২: শেষ পর্যন্ত প্রথম অঘটনটি ঘটলো। সুইসদের কাছে স্পেনের পরাজয় ছিলো যথেষ্ট অপ্রত্যাশিত। ১৬ জুন দিনের দ্বিতীয় খেলায় চমৎকার নৈপুন্য প্রদর্শনের পরেও, বারবার গোল কারার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত বাছাই পর্বের ১২ ম্যাচে অপরাজিত স্পেন ১-০ তে হেরে গেলো সুইজারল্যান্ডের কাছে। "সুইজারল্যান্ডের কাছে স্পেনের পরাজয়, তাও ফুটবলে। ভাবতে পারছি না," খেলা শেষে প্রতিক্রিয়া জানালেন মিস ভিলা যিনি নিউইয়র্কের স্কুল সিস্টেমে কর্মরত হলেও জন্ম সূত্রে স্পেনের নাগরিক।
অন্যদিকে দিনের আরেকটি অঘটন ছিলো শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার গোলকিপারের রেড কার্ড পেয়ে বেরিয়ে যাওয়া। লঘু অপরাধে গুরুদণ্ড পেলেন স্বাগতিক দলের সবচে' আমোদী প্লেয়ার, আর হয়তো এর সাথে সাথে দলটির বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো।



আন্তর্জাতিক কবিতা পত্রিকা 'শব্দগুচ্ছ' যুগপূর্তি সংখ্যা প্রকাশিত হলো


এনওয়াইনিউজ৫২: প্রকাশিত হলো আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা 'শব্দগুচ্ছ'র যুগপূর্তি সংখ্যা। "আমরা বাংলা কবিতার বিশ্বায়নে বিশ্বাসী" ও "একটি ভালো কবিতা যে-ই লিখুন না কেনো তার স্থান শব্দগুচ্ছ" এই দুই থিমের উপর ভিত্তি করে হাসানআল আব্দুল্লাহ ১৯৯৮ সাল থেকে পত্রিকাটির প্রকাশনা শুরু করেন। মূল কবিতা প্রকাশের পাশাপাশি ১২ বছরে দুটি পৃথক "অনুবাদ সংখ্যা" ছাড়াও পত্রিকাটি বাংলা থেকে ইংরেজী ও অন্যান্য ভাষা থেকে বাংলায় প্রচুর অনুবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের কবিদের মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচয় করিয়ে দিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাছাড়া ২০০১ সালে প্রবর্তন করেছে দ্বিবার্ষিক 'শব্দগুচ্ছ কবিতা পুরস্কার।' শব্দগুচ্ছ ছাপার অক্ষরে প্রকাশিত হলেও বাংলা ভাষার প্রথম ওয়েব পত্রিকা হিসেবেও বিশ্ব বাঙালীর দরবারে জায়গা করে নিয়েছে প্রকাশলগ্ন থেকেই। যুগপূর্তি সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন জ্যোতির্ময় দত্ত। ওয়েব সাইট: www.shabdaguchha.com



নিউইয়র্কে কল্যাণীর বর্ষবরণ


এনওয়াইনিউজ৫২: ৪ জুন, শনিবার, একটু দেরীতে হলেও, নিউইয়র্কের বিশিষ্ট নারী সংগঠন 'কল্যাণী' সদারঙ স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো। বিকেল চারটায় অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডেন্ট মিনা চৌধুরী। তিনি বাংলা নববর্ষকে স্বাগত জানানোর সাথে সাথে সংগঠনের মূল লক্ষ্য বাংলাদেশের নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর জন্যে সকল প্রবাসী ভাইবোনদের আহবান জানান। এরপর একে একে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী বৃন্দ। কবি নাজনীন সীমনের গ্রন্থনা ও উপস্থাপনায় কবিতা আবৃত্তিতে তিনি ছাড়াও অংশ নেন আকা বাবুল, হাসানআল আব্দুল্লাহ ও আতুশা চৌধুরী; সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী শফি চৌধুরী। মঞ্চ সজ্জায় ছিলেন আকা বাবুল। অনুষ্ঠান শেষে জল খাবারের ব্যবস্থা করা হয়।






স্বতন্ত্র কাব্যচিন্তা











প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০
রক্তে কেনা স্বাধীনতা





Watch more videos

কিসের এতো কথা


বেলাল বেগ

নিমতলীর নরককুণ্ড বাংলাদেশের নিয়তী

গত প্রায় দু'মাস ধরে মেক্সিকো উপসাগরে সমুদ্রের চার হাজার ফুট গভীরে তেলখনির পাইপ ফেটে তীব্রবেগে তেল ছুটে বেরুচ্ছে। সমুদ্রের উপরিভাগে বিশাল আস্তরণ তৈরি করে এ তেল এখন যুক্তরাষ্ট্রের তীরভাগেও হামলা শুরু করেছে। সামুদ্রিক খেচর ও জলচর প্রানীকূলের অস্তিত্ব বিপন্ন করা ছাড়াও এ তেল-গজব ঐ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ দূষিত করে মানবজাতির জন্য একটি বড় ধরণের হুমকি তৈরি করেছে। মানুষের লোভ ও অসংযমের কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পেয়ে ইতোমধ্যেই প্রাকৃতিক ভারসাম্যে বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশের নিন্মাংশ জলমগ্ন হয়ে অচিরে একটি মারাত্বক প্রাকৃতিক ও মানবিক দুর্যোগ দেখা দেবে বলে বিজ্ঞানীরা আশংকা করছেন। মা ধরিত্রীর এমন সংকটের দিনে বাংলাদেশের মত পশ্চাদপদ ও দরিদ্র দেশের কি পারিণাম হবে, নিমতলীর চিতার আগুনে তার একটি স্পষ্ট আভাস মিলেছে।

বিস্তারিত




এই জনপদে


অরণ্য

ফিল্ম রিভিউ

১৯৯০-এর কোলকাতা চলচ্চিত্র উৎসবে যে দুটো ছবি সবচে’ বেশি প্রশংসিত হয়, তার মধ্যে একটি ছিল ’থিও অ্যাঞ্জিওপুলাস’-এর ’ল্যান্ডস্কেপ ইন দ্য মিস্ট’ ছবিটি, এবং সন্দিপন চট্টোপাধ্যায় নিজেও ছবিটি সম্পর্কে খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, এবং এর প্রধান দুই শিশু চরিত্রকে আখ্যায়িত করেছিলেন, গ্রীসের ’অপু-দুর্গা’ বলে। 'পথের পাঁচালী’ আমিও দেখেছি, এবং বিশ্ব র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকা হাজারের অধিক ছবি সংগ্রহ শেষে আমার নিজস্ব মত এই, বিশ্ব চলচ্চিত্র ’পথের পাঁচালী’র মত অসাধারণ সেলুলয়েড নির্মাণ আর দু’টি পাবে না, এবং এই একটিমাত্র ছবির জন্যই সত্যজিৎ রায় বছরের পর বছর বেঁচে থাকবেন চলচ্চিত্র প্রেমিদের মনে।

বিস্তারিত




Important Links:
Newspapers: Ittefaq   Prothom-Alo   Jugantor   BhorerKagoj   Janakantha   Kaler Kantho   AmarDesh   Inqilab   Naya Diganta   Shamokal  Desh Bangla  Jai Jai Din   Amader Shomoy   Bangladesh Shomoy   Sangbad   Manav Jamin   Ananda Bazar Daily Star   New Nation   Independent   Observer   New Age   Financial Express   News Today
Magazines: Shaptahik   Anyadin  Weekly Jaijaidin  Weekly 2000  Weekly Holiday  Weekly Evidence  BiWeekly Anannya  Monthly MeghBarta   Deshe Bideshe   Probash  Monthly Porshi  Alochona.org
Online Journals:  NYnews52 RedTimesBD   Banglamati   Sristi  Basbhumi  Urhalpool  bdnews24
Radio Online: Voice of America  BBC Bangla Service  BBC Asian Network  German Bangla Radio  Betar Bangla LA Radio Japan (Bengali)  Radio Metrowave Dhaka  Ekushe Betar Sydney
Organizations: Bangla Academy   Mukto-Mona  
Poetry Mag: shabdaguchha   Poetry   Poetry International
Personal Page: Sunil Gangopadhyay   Taslima Nasrin   Hassanal Abdullah  

NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York