![]() |
![]() ![]() ![]() ![]() |
The Birth of BangladeshMay 12, 2010 প্রথম পাতা ![]() এক ওভারে পাঁচ উইকেট ![]() ৫মে, নিউজ৫২: পাকিস্তানের পেসার মোহাম্মাদ আমির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ২০তম ওভারে প্রথম বলটি নিয়ে ছুটে যান তখন ১৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯১ রান। আর এই ওভার শেষে দশ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় সেই ১৯১। যদিও সুপার এইট পর্বের এই খেলায় পাকিস্তান পরাজিত হয়, তথাপি বহুদিন ধরে ক্রিকেট প্রেমীরা এই ওভারটির কথা মনে রাখবেন। পঞ্চম বলটি ডট ছাড়া বাকি পাঁচ বলে ছিলো পাঁচ উইকেট। তৃতীয় ও চতুর্থটি ছিলো রান আউট। ফলে মোহাম্মাদ আমির হ্যাট্রিক পেলেন না বটে, পেলেন পাঁচ উইকেটের একটি মেইডেন ওভার। ক্রিকেটে কি না সম্ভব! আরো সংবাদ যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে দু'টি কবিতা /মনসুর আজিজ কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ গল্প/মোজাফফর হোসেন হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া পুরোনো সংখ্যা![]() ![]() ![]() ![]() |
আমরা সবার কথা বলি
ডেভিড কেমেরোন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী
![]() প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব নেবার পর ১১ মে প্রথম সাংবাদ সম্মেলনে ডেভিড কেমেরোন বলেন, "আমরা তিনটি মূল নীতির উপর সরকার পরিচালনা করবো: ফ্রিডম, ফেয়ারনেস ও রেসপনসিবিলিটি।" এই কোয়ালিসন সরকার গঠনের মধ্য দিয়ে "নতুন ধরণের রাজনীতি" শুরু করার কথাও তিনি উল্লেখ করেন। এ সময় তাঁর পাশে ছিলেন নিক ক্লেগ। (সূত্র: সিএনএন, এএমনিউজ) মার্কিন সুপ্রিম কোর্টের নয় বিচারপতির তিনজনই নারী!
![]() বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে মারা যায় প্রায় ২ লাখ মানুষ
![]() দিপু সিকদার, ঢাকা: বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে প্রায় দুই লাখ মানুষ। আর নতুন করে এই জটিল রোগটিতে আক্রান্ত হচ্ছে দুই থেকে আড়াই লাখ। বিভিন্ন পরিসংখ্যান এবং পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে তুলনা করে এই অভিমত দিয়েছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। বর্তমানে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দশ লক্ষ। বাংলাদেশের মত গরীব দেশের মানুষের পক্ষে অধিকাংশ ক্ষেত্রে এই রোগের ব্যয় বহুল চিকিৎসা করা সম্ভব হয় না। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি, অধ্যাপক ডা: মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এনওয়াইনিউজ৫২ ডট কমকে জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন বেড়ে চলেছে ক্যান্সারের ভয়াবহ প্রকোপ, তবে প্রাথমিক অবস্থায় এই মরণব্যাধি সনাক্ত এবং চিকিৎসা করলে অনেকাংশে নিরাময় সম্ভব। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দ্যগে সীমিত আকারে হাসাপাতাল বেসড ক্যান্সার রেজিষ্ট্রি প্রোগ্রাম চালু থাকলেও দু:খের বিষয় বাংলাদেশে এখনও ন্যাশনাল ক্যান্সার রেজিষ্ট্রি প্রোগ্রাম চালু করা হয়নি। ক্যান্সার নির্নয়, গবেষণা ও প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে নিরলস ভাবে, ১৯৭৮ সালে জন্মলগ্ন থেকে, কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় অধিকাংশ দরিদ্র মানুষই সেবা থেকে বঞ্চিত হন বলে তিনি মত দেন। তিনি আরো জানান, ক্যান্সার সোসাইটি অনুদান ভিত্তিক সংস্থা বলেই তাদের পক্ষেও এত মানুষের চিকিৎসা দেয়া কষ্টসাধ্য। অধ্যাপক ওবায়দুল্লাহ বাকী বলেন, আমাদের দেশের পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, মুখ গহবরের ক্যান্সার ও স্বরযন্ত্রে ক্যান্সার বেশী পরিলক্ষিত হয়। অপরদিকে মহিলারা জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার এবং মুখ গহবরের ক্যান্সারে আক্রান্ত হন। সরকার ও দেশের জনগণের সহায়তা ও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গণসচেনতামূলক প্রচারণার মাধ্যমে বাংলাদেশে ক্যান্সার বিরোধী আন্দোলন আরো বেগবান হবে বলে ডা. বাকী আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে দেশের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন গুল, সিগারেট, জর্দাসহ যেকোন তামাকজাত দ্রব্য ব্যবহার পরিহার করা গেলে বাংলাদেশের ৫০ ভাগ ক্যান্সার প্রতিরোধ সম্ভব। ব্রিটেনের নির্বাচনে দুই বাঙালীর সাফল্য
![]() নিউজ৫২: সদ্য সমাপ্ত ব্রিটেনের নির্বাচনে রুশনারা আলী লন্ডনের বোথনাল গ্রীন ও বো নির্বাচনী এলাকা থেকে বিজয়ী হয়েছেন। হাউজ অব কমন্সের এমপি হিসেবে এই প্রথম কোনো বাঙালীর বিজয়। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন রেজওয়ানা সিদ্দিকী টিউলিপ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে। উভয় প্রার্থীই নির্বাচন করেছেন লেবার পার্টির টিকেটে। সঙ্গীতবিনোদন![]() নৃত্য: আনিকা |
![]() প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০ রক্তে কেনা স্বাধীনতা
Watch more videos কিসের এতো কথা
![]() বেলাল বেগরাজনীতিবাজ রাজনীতিবীদ ও জনগণ ইতিহাসের প্রথম স্বাধীন বাঙালী রাষ্ট্রে, প্রথম সংবিধানের অধীনে, প্রথম নির্বাচনে, স্বাধীন নাগরিক হিসাবে প্রথম ভোট দিতে গিয়ে ভীষণ মর্মাহত হয়েছিলাম। গর্বে, আনন্দে টগবগিয়ে ভোটকেন্দ্রর দিকে এগিয়ে যাচ্ছিলাম, একজন পরিচিত জান-কোরবান আওয়ামী লীগ কর্মী মহাখুশিতে ছুটে এসে বিনয়ে গদগদ হয়ে জানাল, আমার কষ্ট বাঁচাতে আমার ভোটটা সে নিজেই দিয়ে দিয়েছে। ছেলেটির বিদ্যাবুদ্ধি, সংস্কৃতিবোধ বিবেচনায় তাকে বকা দিতেও করুণা হয়েছিল। সে যে স্বাধীন মানুষের পবিত্রতম দায়িত্ব ও কর্তব্যবোধের বিষয়টিকে তার অপরিচ্ছন্ন হাত দিয়ে ধরে নোংরা করেছে, এ বোধ তার ইহজন্মেও হবে না। বিস্তারিতএই জনপদে
![]() অরণ্যফিল্ম রিভিউ কিয়োলস্কির ছবির সামনে বসে যাওয়া আমার কাছে এতটাই আনন্দের যে, ছবি শুরু হওয়ামাত্রই আমার মেজাজটা ফুরফুরে হয়ে যায়, আর যতক্ষণ ছবির সামনে বসে থাকি ততক্ষণ আমি ছবি ছাড়া অন্য কিছুর সাথে রিলেট করতে পারি না। কিন্তু, ব্যাপারটা তখনই বিপরীত হয়ে দাঁড়ায়, যখন তাঁর ছবি নিয়ে লিখতে বসি এবং প্রতিবারই কাজটা এত কঠিন হয়ে পড়ে যে, আমাকে ছবিটা আরও কয়েকবার দেখতে হয়। হয়ত মানুষের দৈনন্দিন জীবনের প্রতি তাঁর যে দৃষ্টিভঙ্গি এবং তাকে ছোট ছোট নাটকীয়তার মাধ্যমে চমৎকারভাবে তুলে ধরার ব্যতিক্রমী কৌশলই এর জন্য দায়ী, যা আমাকে তার সবগুলো নির্মাণেই সমানভাবে আগ্রহী করে তোলে। তাই উনার ছবি নিয়ে লেখার সময় খুব সচেতন থাকি এজন্য যে, কিয়োলস্কি মানেই আলাদা রকমের চিত্রনাট্য, মেদবর্জিত পরিপাটি সংলাপ, ক্যামেরার শৈলী এবং শতভাগ মনোযোগ দাবী করা। বিস্তারিত |
Contact Us