Logo: NYnews52.com





The Birth of Bangladesh


Vol 1, Issue 9
June 9, 2010
Updated on Wednesdays

প্রথম পাতা











বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুশফিকুর রহমান-এর জীবনাবসান
বশীর উদ্দীন আহমেদ: আটলানটার প্রবীণ হিতৈষী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুশফিকুর রহমান গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম রহমান দীর্ঘ ২৫ বছর ইস্টর্ন ইলিনয়েস বিশ্ববিদয়ালয়ে শিক্ষকতা শেষে ১৯৯৩ সাল থেকে আটলানটায় বসবাস শুরু করেন। মৃত্যু কালে তিনি ৫ সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আটলানটাবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় অভিবাবককে হারাল।উল্লেখ্য প্রফেসর রহমান ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি গনিতের অধ্যাপক ছিলেন।

জর্জিয়া জালালাবাদ এসোসিয়েশনের পিকনিক ২০১০

আটলানটা, জর্জিয়া: গত রবিবার অনুষ্ঠিত হয় জর্জিয়া জালালাবাদ এসোসিয়েশনের পিকনিক ২০১০। দুপুর ১২টার মধ্যেই বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোরের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে স্হনীয় সুইট ওয়াটার বিনোদন পার্ক। বসেছিল বিচিত্র রং ও ডিজাইনের পোষাক পরিচছদ ও শাড়ি গয়নার ষ্টল। রকমারী মুখরোচক খাদ্য ও পানীয় সহযোগে আয়োজন করা হয় মধ্যান্ন ভোজনের। শুরু হয় খেলাধুলার প্রতিযোগীতা। মহিলা পুরুষ ও শিশুদের জন্য আলাদা আলাদা প্রতিষোগীতার আয়োজন করা হয়। ছিল রাফেল ড্র। ১ম পুরষ্কার জিতে নেন উম্মে আশিক, ২য় রীপা, ৩য় নাবিলা। খেলাধুলা পরিচালনায় ছিলেন নূর জিন্নাহ, ইসতীয়াক ঝুলু ,ফয়েজ অনু, নোমান আরবীসহ অন্যান্য কর্মকর্তা। প্রবল প্রতিযোগীতা ও উত্তেজনা পুর্ণ ক্যারাম খেলা চলে সন্ধ্যা অবধি।পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও ট্রপি বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন প্রাক্তন সভাপতি রৌশন আলী, আতাউর রহমান ইসলাম, প্রাক্তন সম্পাদক আরবী,বাংলাদেশ সমিতির সভানেত্রী নাদীরা রহমান, কুয়েল, রানীজ, মকসুদ ক্যালী জাকীর, প্রবীণ হিতৈশী আজিজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।বিকেল নাগাদ পুরো পার্ক বাংলাদেশীদের পদভারে মুখরিত হয়ে উঠে।প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সপরিবারে অংশ নেয়ার জন্য সভাপতি কামরান ও সাধারণ সম্পাদক সুহেল অভ্যাগতদের আন্তরীক মোবারকবাদ জানান। --বশীর উদ্দীন আহমেদ






আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ




পুরোনো সংখ্যা








পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


মন্তব্য প্রতিবেদন:

নিমতলি ট্রাজেডি ও বসবাসের অযোগ্য ঢাকা শহর


এনওয়াইনিউজ৫২: হাসানআল আব্দুল্লাহ: নিমতলি অগ্নিকাণ্ডে কতোজন মারা গেলো আর কতোজন জীবন মৃত্যুর মধ্যিখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিম্বা রাষ্ট্রের সহায়তা পেলো তার থেকেও বড়ো কথা এখন সময় এসেছে এইসব দুর্ঘটনা থেকে দেশবাসীকে নিশ্চিত মুক্তি দেয়ার; গণমুখী, উন্নয়নমূলক পরিকল্পনা দেয়া এবং তা বাস্তবায়নের বিকল্প এখানে নেই। এমনিতেই ঢাকা বহুদিন ধরে বসবাসের অযোগ্য শহরে পরিণত হলেও এই বিষয়টি নিয়ে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কর্তা ব্যক্তিরা বা বিরোধীদলে থেকে অকারণে জ্বালাময়ী বক্তব্য প্রদানকারী কেউ কিছু ভাবছেন বা করছেন বলে মনে হয় ন। ঢাকা শহরের ধুলো, মশা, দুর্গন্ধ, গার্বেজ, যানজট, শৌচাগার, গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট, ফুটপাত, ফুটপাতের পাশে বেড়ে ওঠা হাজারো দোকানপাট, ঝুঁকিপূর্ণ ইমারত, রাস্তার পাশ দিয়ে এমনকি মহল্লার কোণায় কোণায় বিশেষত নির্ধারিত বড়ো রাস্তার প্রসার ঠেকাতে গজিয়ে ওঠা হাজার হাজার মসজিদ ইত্যাদি সমস্যার সমাধান কখনো হয়নি আর হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে। তাই এই চারশ' বছরের পুরোনো সিটি, পৃথিবীর অন্যান্য বড়ো শহরের দিকে তাকিয়ে বলে দেয়া যায় যে, পুরোপুরি পুরোনোই রয়ে গেছে। প্রাপ্তির তালিকায় শুধু যোগ হয়েছে ৭০ হাজার ঝুঁকিপূর্ন বিল্ডিং যারা আবার বেড়ে উঠেছে রাজউক নামের একটি মহা-শক্তিধর নিয়ন্ত্রক গোষ্ঠির হাতের ভেতর দিয়ে। কারণ ওই মহা-শক্তিধর সরকারী সংস্থাটিকে নিয়মিত ঘুষ না দিয়ে কোনো অবৈধ বা বৈধ কাজ ঢাকা শহরে সম্ভব নয়। ফলে অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে টাকা ছড়ানোর মাধ্যমে। ফলত: এই সময়ে এমন একটি অপরিকল্পিত রাজধানীতে বসে সরকার যতোই ডিজিটাল বাংলাদেশের কথা বলুক তা কার্যকর হবে না, যতোদিন না মানুষের জীবন যাত্রার উন্নয়নে অন্তত ঢাকা সিটিকে বাসযোগ্য করে তোলা হবে।
বাসযোগ্য করার উপায়গুলোর ভেতর প্রথমটিই হবে ধুলো, দুর্গন্ধ ও গার্বেজ মুক্ত শহর। সারা শহরের ড্রেনগুলো ঢেকে দেয়া এবং প্রতিদিন সকালে উন্নত দেশে ব্যবহার করা হয় এমন গাড়ি দিয়ে অন্তত প্রধান সড়কগুলো পরিস্কার করা, আর নিয়মিত গার্বেজ ট্রাকের মাধ্যমে গার্বেজগুলো যথাস্থানে সরিয়ে নেয়া। বাড়ির সামনে এখানে সেখানে গার্বেজ ফেললে জরিমানা করা এবং তা কড়াকড়ি ভাবে আদায় করা, অনাদায়ে জেল বা ওই ধরনের শাস্তির বিধান রাখা। অন্যদিকে যানজট নিরসনের জন্যে প্রথমেই রিক্সা, বেবিটেক্সি, মিশুক জাতীয় যান তুলে দেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। বিল্ডিং মালিকরা যদি কড়াকড়ি ভাবে বিল্ডিং কোড না মানে, যদি ফায়ার এক্সিট না রাখে, যদি ফায়ার নেভানোর প্রাথমিক ব্যবস্থাদি না করে তবে জেল জরিমানা করার বিধান এমনকি ঝুঁকিপূর্ণ ইমারতগুলো ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া যেতে পারে। কঠোর কঠিন না হলে এই শহরকে পরিশুদ্ধ করা সম্ভব নয়। প্রতিটি ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা এবং তার বাস্তবায়ন এমনকি প্রয়োজনে রাজধানীকে অন্যত্র সরিয়ে নিয়েও যদি বাসযোগ্য করে তোলা যায়, তার বোধকরি এখনই সময়। নতুবা প্রতিদিন একটা একটা করে নিমতলি ট্রাজেডি হতেই থাকবে।



দু'দিন বাদেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ঊনিশতম আসর


এনওয়াইনিউজ৫২: ১১ জুনের দিকে তাকিয়ে আছেন সারাবিশ্বের ফুটবলপ্রিয় মানুষ। ওই দিন দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ১৯ তম বিশ্বকাপ ফুটবল। বত্রিশটি দেশের এই ফুটবল তাণ্ডব চলবে পুরো একমাস, জুলাই-এর ১১ তারিখ পর্যন্ত। শুরুতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। তবে শেষ হাসি কে হাসবেন তা কিন্তু আগে ভাগে বলে দেবার উপায় নেই। ফুটবল বলতেই যদিও ব্রাজিলকে বুঝায়, তথাপি ৫ বার বিশ্বকাপ জেতা এই দলকে নিয়ে সর্বদা ভরসা করতে পারেন না সমর্থকরা, যদিও চোক বিশ্বকাপ জেতা গোলরক্ষক ডুঙ্গা ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে বিশ্বখ্যাত ম্যারাডোনা কোচ হয়ে নেতৃত্ব দিচ্ছেন আর্জেনটিনাকে। জার্মানী, ইটালী, ইংল্যান্ড, ফ্রান্স এমনকি যুক্তরাষ্ট্রও ভালো খেলেই এবার উঠে এসেছে বিশ্বকাপে। মার্কিন ফুটবল (সকার) প্রেমীদের প্রিয় ডোনাভান কি পারবেন তাদের মুখে হাসি ফোটাতে?



‘ইঙ্গবঙ্গ কমেডি কয়ার’-এর তৃতীয় নিবেদন, ‘ন্যাড়া বুদ্ধিমান’


এনওয়াইনিউজ৫২: গত ৬ জুন রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এষ্টোরিয়ার ক্লাব সনমে ‘ইঙ্গবঙ্গ কমেডি কয়ার’-এর তৃতীয় নিবেদন, ‘ন্যাড়া বুদ্ধিমান’ প্রদর্শিত হলো। বন্দনা, প্যারোডি গান, আঞ্চলিক গান, নাট্যাংশ, পুঁথি, সবজান্তা, বুদ্ধিদীপ্ত কৌতুক, ব্যঙ্গ সংবাদ, মৌলিক গান ইত্যাদি বিচিত্র পরিবেশনার ভেতর দিয়ে উপস্থিত দর্শকদের হাসানোর প্রচেষ্টা ছিলো চমকপ্রদ। প্রধান আয়োজক লেখক আবু রায়হান এনওয়াইনিউজ৫২কে জানান, "এই প্রবাসে অনেক গানের দল, নাটকের দল, আঞ্চলিক সংগঠন আছে; কিন্তু বিনোদন নেই। সেই দৃষ্টিকোন থেকে ইঙ্গবঙ্গের পরিবেশনায় ন্যাড়া বুদ্ধিমান খুঁজে বের করার কৌতুককর প্রচেষ্টা দর্শকদের আনন্দ দিতে পেরেছে।" উল্লেখ্য আবু রায়হানের লেখা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সঙ্গীত পরিবেশন ও অভিনয়ে অংশ নেন রেজা রহমান, আবু সাঈদ রতন, মিজানুর রহমান বিপ্লব, নির্জন, সায়মা সালাম রুনি, নাজমীন হোসেন, গ্লোরী হাওলাদার সাথী। মৌলিক গান গেয়ে শোনান টুকুসমনি। ভাওয়াইয়া পরিবেশন করেন শিল্পী রথীন্দ্রনাথ তনয়া চন্দ্র রায়। আমন্ত্রিত শিল্পী হিসাবে কৌতুক পরিবেশন করেন শহীদ উদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কামনা হাসান।



লং আইল্যন্ডের গ্রাফিক আই গ্যালারিতে কবিতা


এনওয়াইনিউজ৫২: ১২ জুন, লং আইল্যন্ডের গ্রাফিক আই গ্যালারিতে অনুষ্ঠিত হলো 'লং আইল্যান্ড সাউন্ড ২০০৯' নামের প্রায় চার শতাধিক পৃষ্ঠার একটি আন্তর্জাতিক কবিতা সঙ্কলনের। নাসা কাউন্টির পোয়েট লরিয়েট ট্যামি নুজো মারগান ও ব্রিটিশ কবি পিটার টিবেট জোনস সম্পাদিত এই সঙ্কলনে স্থানীয় সহ বিশ্বের বিভিন্ন দেশের কবিদের কবিতা স্থান পেয়েছে। সমুদ্র পাড়ের এই গ্যালারিতে অত্যন্ত মনোরম পরিবেশ হলভর্তি দর্শকদের সামনে সঙ্কলন থেকে কবিতা পড়ে শোনান ডুয়ান স্পেসিটো, শ্যারন ব্রুক, ড্যান লিভিন, ডোরিট টাইট্যাল, ডেবরা হাউসার, গেইল গোল্ডস্টেইন, ভিকি ওরিয়ো, রিটা ক্যাটজ, ইভালিন ক্যান্ডেল, ফিলিপ পোস্টিগলিওন, গ্লাডি হ্যান্ডারসন, হাসানআল আব্দুল্লাহ, সেবল ব্যাঙ্ক ও ফিল রেইনস্টেইন। দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত দুই ঘণ্টার এই অনুষ্ঠানট উপস্থাপনা করেন প্রফেসর গেইল গোল্ডস্টেইন। অয়োজক পারফরমিং পোয়েটস গ্রুপ। অনুষ্ঠান শেষে জল খাবারের ব্যবস্থা করা হয়।






স্বতন্ত্র কাব্যচিন্তা











প্রকাশক: অনন্যা, প্রকাশকাল: ২০১০
রক্তে কেনা স্বাধীনতা





Watch more videos

কিসের এতো কথা


বেলাল বেগ

পুরানো ক্ষতে খোঁচার যন্ত্রণা

ইন্টারনেটে মুক্তচিন্তার জন্য সুবিখ্যাত বাংলাদেশী গোষ্ঠী ‘মুক্তমন.কম’-এর মাধ্যমে ভজন সরকারের লেখার সংগে প্রথম পরিচয় মাত্রই জানলাম তিনি রবীন্দ্রনাথ বর্ণিত মুগ্ধ বাঙালী জননীর মানুষ না হওয়া একজন সন্তান। সংগে সংগে তাঁকে ই-মেল করে অনুরোধ করলাম ‘বিভক্তির সাতকাহন’ ছোট ছোট ঢেউ নয়, একটি বিশাল তরঙ্গ হিসাবে বই আকারে দেখতে চাই। অনেকের সংগে ভজন আমার কথাও রেখেছেন।

বিস্তারিত




এই জনপদে


অরণ্য

ফিল্ম রিভিউ

১৯৯০-এর কোলকাতা চলচ্চিত্র উৎসবে যে দুটো ছবি সবচে’ বেশি প্রশংসিত হয়, তার মধ্যে একটি ছিল ’থিও অ্যাঞ্জিওপুলাস’-এর ’ল্যান্ডস্কেপ ইন দ্য মিস্ট’ ছবিটি, এবং সন্দিপন চট্টোপাধ্যায় নিজেও ছবিটি সম্পর্কে খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, এবং এর প্রধান দুই শিশু চরিত্রকে আখ্যায়িত করেছিলেন, গ্রীসের ’অপু-দুর্গা’ বলে। ’পথের পাঁচালী’ আমিও দেখেছি, এবং বিশ্ব র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকা হাজারের অধিক ছবি সংগ্রহ শেষে আমার নিজস্ব মত এই, বিশ্ব চলচ্চিত্র ’পথের পাঁচালী’র মত অসাধারণ সেলুলয়েড নির্মাণ আর দু’টি পাবে না, এবং এই একটিমাত্র ছবির জন্যই সত্যজিৎ রায় বছরের পর বছর বেঁচে থাকবেন চলচ্চিত্র প্রেমিদের মনে।

বিস্তারিত




Important Links:
Newspapers: Ittefaq   Prothom-Alo   Jugantor   BhorerKagoj   Janakantha   Kaler Kantho   AmarDesh   Inqilab   Naya Diganta   Shamokal  Desh Bangla  Jai Jai Din   Amader Shomoy   Bangladesh Shomoy   Sangbad   Manav Jamin   Ananda Bazar Daily Star   New Nation   Independent   Observer   New Age   Financial Express   News Today
Magazines: Shaptahik   Anyadin  Weekly Jaijaidin  Weekly 2000  Weekly Holiday  Weekly Evidence  BiWeekly Anannya  Monthly MeghBarta   Deshe Bideshe   Probash  Monthly Porshi  Alochona.org
Online Journals:  NYnews52 RedTimesBD   Banglamati   Sristi  Basbhumi  Urhalpool  bdnews24
Radio Online: Voice of America  BBC Bangla Service  BBC Asian Network  German Bangla Radio  Betar Bangla LA Radio Japan (Bengali)  Radio Metrowave Dhaka  Ekushe Betar Sydney
Organizations: Bangla Academy   Mukto-Mona  
Poetry Mag: shabdaguchha   Poetry   Poetry International
Personal Page: Sunil Gangopadhyay   Taslima Nasrin   Hassanal Abdullah  

NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York