Logo: NYnews52.com






আরো সংবাদ


অর্থনীতি
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েই চলেছে

কবিতা/সাহিত্য

তিন প্রকার ছন্দ/হাসানআল আব্দুল্লাহ
তিনটি কবিতা/শেখর সিরাজ
গুচ্ছ কবিতা/রেজানুর রহমান রেজা

দু'টি কবিতা /মনসুর আজিজ

কবিতা : অনুধাবন ও সংশোধন/মাহমুদুল হক সৈয়দ

গল্প/মোজাফফর হোসেন
ছড়া

হাসানআল আব্দুল্লাহ'র একগুচ্ছ ছড়া
একগুচ্ছ ছড়া-কবিতা/মনসুর আজিজ
আলোচনা

অনুপম শব্দমঞ্জুরীময় : শব্দগুচ্ছ/রেজানুর রহমান রেজা

খেলাধূলা

ফুটবলে অভিনয়: কাকার রেডকার্ড/নাজনীন সীমন



বিজ্ঞান

পৃথিবীর মতো গ্রহ


পূ্র্ববর্তী সংখ্যা



পুরোনো সংখ্যা

আমরা সবার কথা বলি
e-mail: editor@nynews52.com


কবি হাসানআল আব্দুল্লাহ'র ৪৬তম জন্মদিন


কেক কাটছেন কবি, পাশে উপবিষ্ট কবিপত্নি নাজনীন সীমন ও গল্পকার জ্যোতিপ্রকাশ দত্ত
এনওয়াইনিউজ৫২: ১লা বৈশাখ ছিলো কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহর ৪৬তম জন্মদিন। এ উপলক্ষে কবিগৃহে নববর্ষ উদযাপন ও জন্মদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান কবিতা ও বাংলা ক্যালেন্ডারের উৎপত্তি এবং বাঙালী সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ আড্ডায় মেতে ওঠেন। “হালখাতা শেষে ফসল কাটার মৌসুমের প্রথম দিনকেই আকবর বেছে নিয়েছিলেন বাংলা সন শুরুর দিন হিসেবে, এবং পরবর্তিতে এই গণনাই সবাইকে আকৃষ্ট করে।” বাংলা সন গণনার রীতি ও বাঙালী সংস্কৃতি নিয়ে আলোচনায় এ কথা বলেন গল্পকার জ্যোতিপ্রকাশ দত্ত। সৈয়দ মুহাম্মাদ উল্লাহ তাঁর সম্পাদনায় নিউইয়র্ক থেকে প্রথম বাংলা পত্রিকা ‘প্রবাসী’ প্রকাশের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে কবিতা পড়েন স্ট্যানলি এইচ বারকান, নাজনীন সীমন, আনিসুর রহমান অপু, ও সুবক্তগীন সাকি। সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহীদ ও মৌগন্ধা মুখার্জী। নিউজার্সি থেকে এসেছিলেন বিশিষ্ট লেখক-দম্পতি জ্যোতির্ময় দত্ত এবং মীনাক্ষী দত্ত। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও সমাজ বাস্তবতায় ধর্মনিরপেক্ষতা বিষয়ে তাঁরাও আলোচনায় অংশ নেন। কবি নিজের লেখা গান গেয়ে ও কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবির বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও ছাত্রছাত্রীরা। কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলেই তাঁর দীর্ঘায়ু কামনা করেন। কেক কাটা, জন্মদিন ও বৈশাখের গান পরিবেশনের ভেতর দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য কবি হাসানআল আব্দুল্লাহ নব্বই দশকের অন্যতম প্রধান কবি। নতুন ধারার সনেট--'স্বতন্ত্র সনেট' ও মহাকাব্য 'নক্ষত্র ও মানুষের প্রচ্ছদ'সহ তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ২৪। কবিতা, উপন্যাস, গান, ছড়া, প্রবন্ধ, ভ্রমণ, অনুবাদসহ সাহিত্যের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। তাঁর কবিতা অনূদিত হয়েছে ইংরেজী, স্প্যানিশ, কোরিয়ান ও ফরাসি ভাষায়। তিনি আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা শব্দগুচ্ছ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। সেখানে তিনি হাইস্কুল গণিত ও কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত।












পত্রিকা




কার্টুন










আরো খবর— 2 3 4 5
NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York