|
সংবাদ
|
|
আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব
এনওয়াইনিউজ৫২: ১১ এপ্রিল, শনিবার, নিউইয়র্কের পোয়েটস হাউসে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব’। মার্কিন প্রকাশনা সংস্থা ‘ক্রস-কালচারাল কমিউনিকেশনস’-এর সহযোগিতায় কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’ আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা পড়বেন বিভিন্ন ভাষার বিশিষ্ট কবিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃটিশ কবি পিটার টিবেট জোনস ও বাংলাদেশের অন্যতম প্রধান গল্পকার জ্যোতিপ্রকাশ দত্ত। অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকছেন কবি স্ট্যানলি এইচ বারকান ও হাসানআল আব্দুল্লাহ। ‘শব্দগুচ্ছ’-র ব্যানারে অনুষ্ঠিতব্য এই ৫ম কবিতা উৎসবে অন্যান্য যাঁরা অংশগ্রহণ করবেন,
(ইংরেজী নামের ক্রম অনুসারে) ফুয়াদ আতাল (আরবি), ফারুক আজম (বাংলা), হং ই বাই (চীন, করিয়া), পূরবী বসু (বাংলা), সুলতান ক্যাটো (তুর্কি),
মিয়া বারকান ক্লার্ক (ইংরেজী), জ্যোতির্ময় দত্ত (বাংলা), জ্যোতিপ্রকাশ দত্ত (বাংলা), মীনাক্ষী দত্ত (বাংলা), জোয়ান ডিগবে (ইংরেজী), জন ডিগবে (ইংরেজী), চালর্স ফিসম্যান
(ইংরেজী), মাইক গ্রেভস (ইংরেজী), পিটার টিবেট জোনস (ওয়েলস-ইংলিশ), শাং হি কোয়াক (কোরিয়া), নিনো প্রভেনজোনো (ইটালি, সিসিলি), মিন্ডি রিনকোভিচ (পোলিশ, রাশান, ইডিশ),
নাজনীন সীমন (বাংলা), ভেনজেটি ভিসিলেভ (বুলগেরিয়া), ও ভিসেরা ভিডেনোভ (বুলগেরিয়া)। তাছাড়া আর্ট ও আলোকচিত্র প্রদর্শণী: হেলেন বার-লেভ (ইসরাইল), লিডিয়া চিয়ারেলি
(ইটালি), এডাল গোর্গি (যুক্তরাষ্ট্র), ক্যারোলিন মেরি ক্লিফোর্ড (যুক্তরাষ্ট্র), মার্ক পোলিয়কভ (রাশিয়া), মার্শা সলোমন (যুক্তরাষ্ট্র)।
হাসানআল আব্দুল্লাহ তাঁর প্রকাশিতব্য দ্বিভাষিক কাব্যগ্রন্থ “আন্ডার দ্যা থিন লেয়ারস অব লাইট” থেকে কবিতা পড়ে শোনাবেন। কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে ইসলামি
মৌলবাদীদের হাতে নিহত বিজ্ঞান-লেখক, মুক্তমানার প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। তাঁর সম্পর্কে বলবেন মুক্তমনার সহ-প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ। অনুষ্ঠানের সময় দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা। স্থান:
১০ রিভার টেরেস, ব্যাটারিপার্ক।
|
|
|
|