Logo: NYnews52.com






সংবাদ



নিউইয়র্কে নবম শ্রেণীর ছাত্র নাঈমের মর্মান্তিক মৃত্যু


নাঈম উদ্দীন
এনওয়াইনিউজ৫২: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লো মেধাবী ছাত্র নাঈম উদ্দীন (১৪)। শহরের তিনটি স্পেশালইসড হাইস্কুলের একটি, ব্রুকলিন টেক-এর নবম শ্রেণীর ছাত্র ছিলো নাঈম। ২০ নভেম্বর, বৃহস্পতিবার স্কুল শেষে বাসায় ফেরার পথে ব্রুকলিনের চার্চ-ম্যাকডেনাল্ড এভিনিউএর সন্নিকটে ইস্ট সেভেন স্টীট পার হওয়ার সময় একটি মিনিভ্যান তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। নাঈমকে মারাত্মক ভাবে আহত অবস্থায় স্থানীয় মাইমনডিস মেডিকেল সেন্টার হাসপাতালে নেবার পর ডাক্তার তার মাথায় জরুরী ভিত্তিতে অস্ত্রপচার করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনার মাত্র পাঁচ ঘন্টার মাথায় মা-বাবা ও স্কুলের বন্ধুদের কাঁদিয়ে নাঈম পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, মিনি ভ্যানের পলাতক ড্রাইভার লীন রেনলডসকে (৭৮) ঘটনার অব্যবহিত পরে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


আরো খবর— 2 3 4 5 6 7 8
NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York