Logo: NYnews52.com






সংবাদ



৫০ লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দিলেন প্রেসিডেন্ট ওবামা


প্রেসিডেন্ট ওবামা
এনওয়াইনিউজ৫২: প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫০ লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দিলেন। তিনি তাঁর নির্বাহী ক্ষমতা বলে এ আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে এদেশে বসবাসরত কোনো সিটিজেন বা গ্রীনকার্ডধারী সন্তানের মা-বাবা যারা পাঁচ বছর বা তার অধিক সময় ধরে বসবাস করছেন তারা তিন বছর মেয়াদে বৈধ ভাবে থাকা ও চাকরী করার সুযোগ পাবেন। তবে যারা কোনো সান্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত কিম্বা যাদের ক্রিমিনাল রেকোর্ড রয়েছে তারা এই সুযোগের আওতায় পড়বেন না। দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের আন্দোলন সংগ্রামের ফল ওবামার এই আদেশ। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র একটি ইমিগ্রেন্ট দেশ। এই প্রক্রিয়া আমাদের অব্যহত রাখতে হবে।" কেউ কেউ অবৈধ অভিবাসীদের এই আন্দোলনকে 'স্প্যানিশ সিভিল রাইট মুভমেন্ট' বলেও অবিহিত করেছেন, কারণ যারা বৈধতা পেলেন তাদের সিংহভাগই স্প্যানিশ বংশোদ্ভূত।

উল্লেখ্য অভিবাসন বিল পাশ করার জন্যে ইতিপূর্বে প্রেসিডেন্ট বুশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংরেস বিষয়টিকে কখনোই আমল দিতে চায়নি। প্রেসিডেন্ট ওবামাও এই সংক্রান্ত বিল পাশের জন্যে নির্বাচিত হওয়ার পর থেকেই কংরেসকে আহ্বান করে আসছেন কিন্তু তার কোনো সুফল আসেনি। অবশেষে যুক্তরাষ্ট্রে সর্বমোট ২ কোটি ২০ লক্ষ অবৈধ অভিবাসীর অন্তত ৫০ লক্ষের জন্যে তিনি সুখবর বয়ে আনলেন।


আরো খবর— 2 3 4 5 6 7 8
NYnews52.com, a e-paper in Bangla, published from Queens, New York