NYnews52.com a e-news paper in Bengali and English with video excerpts.
Logo: NYnews52.com

Back to Front Page

খেলাধূলা



টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশ হারলো অস্ট্রেলিয়া



২৬ এপ্রিল, নিউজ৫২: প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারালো বার্বাডোসকে আর অস্ট্রেলিয়া হারলো জিম্বাবুয়ের কাছে। ব্রীজটাউটে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে তোলে ১৬৬ রান। হাফ সেঞ্চুরি (৫৭) করে ব্যাটেবলে সবচে' বেশী সফলতা দেখান ইমরুল কায়েস, আশরাফুল ৩৫ করে রানে ফেরার আশা জাগিয়ে তোলেন, আফতাফ করেন ২৬ রান। জবাবে বার্বাডোস তিন উইকেট হারিয়ে করে ১৩০। অন্যদিকে সেন্টলুসায় অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারায় ১ রানে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। চিগাম্বুরার ৭৬ রানের উপর ভর করে তারা ৭ উইকেট হারিয়ে করে ১৭৩ রান। জবাবে অস্ট্রেলিয়াও ৭ উইকেট হারায়, কিন্ত রান তোলে ১৭২। অর্নার করেন ৪৯ বলে ৭২ আর ক্লার্ক করেন ৪২ বলে ৪৯ রান। তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যান রান আউটে পড়েন।


আইপিএল ফাইনালে ধোনির বিজয়



২৫ এপ্রিল, নিউজ৫২: বহুল আলোচিত আইপিএল চ্যাম্পিয়ান হল চেন্নাই সুপার কিং। ফাইনালে টসে জিতে দলটির অধিনায়ক ম.এস. ধোনি ব্যাট করার সিন্ধান্ত নেন। কিন্তু আইপিএল ফাইনালে সর্বনিন্ম ৫০ গড়ার রেকর্ড করার পর মনে হচ্ছিলা দলটি বোধ করি আর উঠে আসতে পারবে না। ৩১ বলে সতের করে ম্যাথু হাইডেন ফিরে গেলে, ৪৭ রানে দুই ওপেনারের বিদায় যেনো সারা মাঠে দুঃখের সানাই বাজিয়ে দেয়। কিন্তু দুইবার ক্যাচ ড্রপের সুবাদে রাইনার দ্রুততম পঞ্চাশ আর ধোনির ১৩ বলে ২২ রান দলটিকে আইপিএল ফাইনালের সর্বোচ্চ রানে পৌছে দিতে সক্ষম হয়। ১৬৯ রানের টার্গেট নিয়ে লিটল মাস্টার টিন্ডুলকারের দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম অভার মেইডেন। এবং, এক রানে এক উইকেট চলে গেলে ফাইনালের ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে যায়। তবে ঘুরে দাড়ায় মুব্বাই ইন্ডিয়ান্সও। শেষ দিকে মারমুখো হয়ে ওঠে। আট নম্বরে পোলার্ড এসে ১৭তম অভারে ২২ রান নিলে মুব্বাই ইন্ডিয়ান্সও জয়ের স্বপ্ন দেখে। কিন্তু পরের ওভারের শুরুতেই পোলার্ডের পতন দলটির পরাজয় নিশ্চিত করে দেয়। ৯ উইকেটে ১৪৬ করে ২২ রানের জয় তুলে দেন লিটল মাস্টার টেন্ডুলকার জাতীয় দলে তারই স্বতীর্থ ধোনির হাতে।

Contact Us