খেলার খবর |
খেলাধূলা নিউইয়র্ক মেটস পেলো বছরের প্রথম সিরিজ জয় ২২ এপ্রিল, বৃহস্পতিবার, সিটিফিল্ড-এ এবছর প্রথমবারের মতো সিরিজ জয় করলো নিউইয়র্ক মেটস। শিকাগোর কাপস্-এর বিরুদ্ধে চারদিনের এই খেলায় ৩-১ এ অনায়াসে জয় করে নিলো এই সিরিজ। এর আগে সিজনের শুরুতে ফ্লরিডার মারলিন্স-এর সাথে প্রথম দিন জয় পেলেও অন্যান্য সিরিজগুলোতে তেমন ভালো করতে পারছিলো না। ইতেমধ্যে মারলিন্স, ন্যাশনাল (ওয়াশিংটন), রকিজ (কলোরডো) ও কার্ডিনালস (সেন্টলুইস)-এর সাথে পর পর চারটি সিরিজ হারের পর এই জয় ছিলো দলটিকে আনন্দে ভাসিয়ে দেবার বন্যা। তবে কার্ডিনালস্-এর সাথে হারলেও শেষ দিনে সর্বমোট ২০ ইনিংস খেলে যে একদিনের জয়টি সিনিয়ে নিয়ে ছেলো তা বেসবলের ইতিহাসে এক বিশেষ দৃষ্টান্ত। টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ওয়ানডে ভার্সনে তামিমের ব্যাটিং ঝড় অনেক বড় দলও টের পেয়েছে। আর টি-টোয়েন্টি ভার্সনে মাত্র ১৩টি ম্যাচ খেলা তামিমের তেমন একটা ঝড় দেখা যায়নি, তারপরও তার উপস্থিতি দলের জন্য বাড়তি অনুপ্রেরণা বলেও দলেল অধিনায়ক মনে করেন। কিন্তু এনসিএল টি-টোয়েন্টি খেলে হাতে ব্যথা পাওয়ায় এখন ইনজুরির সাথে লড়ছেন বাঁ-হাতি এ ওপেনার। আজ তার ইনজুরির স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই ক্রিকেট অপারেশন্স সিদ্ধান্ত নিবে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ জানালেন, আমার বিশ্বাস তামিম খেলতে পারবেন। তবে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। তবে তামিম যদি ইনজুরির কবলে পড়ে খেলতেই না পারেন তাহলে তার পরিবর্তে অলোক কাপালী ঢুকছেন বলে জানা যায়। এবারের এনসিএলে দারুণ খেলা কাপালী গত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় প্রাকটিস ম্যাচ খেলার প্রস্তাব পেয়েও খেলেননি বলে জাতীয় দলে এখনো তিনি ঢুকতে পারছেন না- জানালেন বিসিবির এক কর্মকর্তা। তবে তামিম খেলুক সেটি তিনি নিজেও চাচ্ছেন, কারণ, ইনজুরির কারণে মাঠের বাইরে দুই থেকে তিন সপ্তাহ থাকতে হলে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শক হয়েই থাকতে হবে এ ওপেনারকে। সেক্ষেত্রে ১৫ সদস্যের দলে একটি পরিবর্তন হবে। এক সপ্তাহ পরেই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। প্রায় এক বছর পর আবারো টি-টোয়েন্টির জমকালো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তবে ইংল্যান্ড থেকে এবারের বিশ্বকাপের যাত্রা হবে ক্যারিবিয়ান দেশ ওয়েস্ট ইন্ডিজে। তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল রাত ৯টায় এমিরেটসে চড়ে সাকিবের দল ঢাকা ত্যাগ করবে আর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে পৌঁছাবে ২৫ এপ্রিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি। পিসিএল এবং এনসিএল টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটাররা পেল গা গরম করার প্রস্তুতি। তবে পারফর্মেন্সের বিবেচনায় জাতীয় দলের সবাই ব্যাট এবং বল হাতে ব্যর্থ হয়েছেন। এমনকি অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং পারফর্মেন্স নিয়েও চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তবে এনসিএল কিংবা পিসিএলের পারফর্মেন্স দিয়ে যাচাই করতে চান না অধিনায়ক। এনসিএল খেলতে গিয়েই তিনি জানিয়ে দেন ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট এক নয়, আন্তর্জাতিক ম্যাচে আমি ঠিকই রান পাব। জাতীয় দলের অনেকে এনসিএলে রান না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোর করতে পারবে বলে অধিনায়ক মত দিয়েছেন। ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়েছিল বাংলাদেশ। এবার আর সে ভুল করতে চান না, অন্তত অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মত কঠিন প্রতিপক্ষ হলেও একটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ। (ইত্তেফাক) টি-২০ বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট আসন্ন টুয়েন্টি ২০ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ১৫ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট এবং ৬ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম প্রকাশ করবে। এ বিষয়ে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হবে। বৃহস্পতিবার বেলা ১টায় ডাকভবন সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রধান অতিথি হিসেবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। (যুগান্তর) |
Contact Us