NYnews52.com a e-news paper in Bengali and English with video excerpts.
Logo: NYnews52.com

খেলার খবর



খেলাধূলা





দুই পরাশক্তির শান্তি চুক্তি


এই বিয়ে যেনো দুই পরাশক্তির মধ্যে শান্তি চুক্তির মতো। আসলে কি তাই! হয়তো হতেও পারে। শান্তি প্রিয় বিশ্ববাসি আশাবাদী হয়ে উঠলে ক্ষতি কি! পাকিস্তানের বর আর ভারতের কনে। দু’জনই ক্রীড়াতারকা। একজন ক্রিকেটার আর একজন টেনিস নক্ষত্র। বহু ঝড়-ঝাপটা সামলে শেষতক বিয়ে হল তাদের। ঘটন-অঘটনের পর্বত পেরিয়ে মিয়া-বিবি হলেন দু’জনে। সে কাহিনী রোমাঞ্চকর। রহস্য উপন্যাসকেও হার মানায়। বহুল আলোচিত এই বিয়ে নিয়ে দু’চার কথা:
শেষ পর্যন্ত নিকাহ হল। শোয়েব-সানিয়া এখন পুরোদস্তুর স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার বৌভাত। তার আগে হায়দরাবাদে জুবিলি হিলসে সানিয়া মির্জার বাড়িতে গানের আসর বসবে। গজল গাইবেন তালাত আজিজ। থাকবে রাজস্থানি নৃত্য। ইনজামাম, সালমান বাটসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এদিকে নিজের শ্বশুরবাড়ি পাকিস্তানের শিয়ালকোটের ভিসা পাননি ভারতীয় টেনিসের সবচেয়ে গ্লামারাস কন্যা সানিয়া। এর জন্য প্রীতিভোজ হবে লাহোরে। হায়দরাবাদের মতো লাহোরের অনুষ্ঠানেও এক হাজার অতিথি আমন্ত্রিত। লাহোরের প্রীতিভোজে শোনা যাচ্ছে, খরচ হবে ৬৫ লাখ রুপি। নিজামের শহর হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনায় লাহোরি বিরিয়ানি-কাবাবসহ ২৩ রকমের খাবার থাকবে। বারো পদের মিষ্টি। এদিকে ফুল, মালা, আলোর বন্যা মিলেজুলে সানিয়া-শোয়েবের নিকাহ (বিয়ে) হয়ে গেল। বিয়েকে ঘিরে একটার পর একটা বিতর্ক তৈরি হয়েছে। মহা-বিবাহবন্ধন ঘিরে এত নাটকের নজির বিরল! রোববারের দুটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, বিয়ের আগে হবু বিবি সানিয়া মির্জার বাড়িতে মিয়া শোয়েব মালিকের বসবাস করার ওপর নিষেধাজ্ঞা জারি করে হায়দরাবাদের মুসলিম ধর্মীয় নেতাদের একাংশের ‘ফতোয়া’। অন্যটি হল, হায়দরাবাদে জুবিলি হিলসে সানিয়াদের বাড়ির বারান্দায় মির্জা পরিবার থেকে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগিয়ে প্রচারমাধ্যমের লোকজন, বিশেষ করে পাপারাজ্জির গতিবিধির ওপর নজর রাখার চেষ্টা। নিজামের শহরের রক্ষণশীলদের একাংশের মতে, মুসলিম সমাজে বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে একবারের বেশি সাক্ষাতের নিয়ম নেই। সে জায়গায় সানিয়াদের বাড়িতে শোয়েব দিব্যি এক সপ্তাহের ওপর বাস করেছেন। তাদের মতে, এটা ইসলাম ধর্ম বিরুদ্ধ এবং সানিয়া-শোয়েব দু’জনই ইসলাম ধর্ম লংঘন করেছেন। গোটা মুসলিম সম্প্রদায়ের কাছে রক্ষণশীলদের অনুরোধ ছিল সানিয়া-শোয়েব নিকাহের অনুষ্ঠানে না যাওয়ার জন্য। সোজা কথা, বিয়ের আগে হবু শ্বশুরবাড়িতে শোয়েবের থাকা নিয়ে মিয়া-বিবি রাজি থাকলেও অন্তত এ ক্ষেত্রে ‘কাজি’ বেঁকে বসেছিলেন। সানিয়াদের বাড়ি থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মির্জা পরিবার থেকে একজন মহিলাকে মুখপাত্র হিসেবে প্রচারমাধ্যমের সামনে এগিয়ে দেয়া হয় প্রতিদিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘শোয়েব মোটেই সানিয়াদের বাড়িতে থাকছেন না। রোজ কিছুক্ষণের জন্য আসেন। আবার চলেও যান।’ সোনার মুকুট উপহার দেবেন পাকমন্ত্রী পাকিস্তানে জনসংখ্যা কল্যাণমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান রোববার বলেছেন, বিয়ের পর পাকিস্তানে এলে ক্রিকেট তারকা শোয়েব মালিক ও টেনিস তারকা সানিয়া মির্জাকে তিনি সোনার মুকুট উপহার দেবেন। আওয়ান পার্লামেন্টে শোয়েবের নিজ শহর শিয়ালকোটের প্রতিনিধিত্ব করছেন। ভারতের হায়দরাবাদে ১৫ এপ্রিল শোয়েব-সানিয়ার বিবাহোত্তর সংবর্ধনায় তার যোগ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘এ বিয়ে দু’দেশের সম্পর্কের উন্নয়নে সহায়ক হবে এবং দু’দেশের জনগণকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসবে।’ তিনি বলেন, ‘শোয়েব-সানিয়ার মাথায় মুকুট পরানো উপলক্ষে শিয়ালকোটে একটি অনুষ্ঠানের আয়োজন করব।'

Contact Us