NYnews52.com a e-news paper in Bengali and English with video excerpts.
Logo: NYnews52.com


সব গ্রন্থই পবিত্র
অতএব জিকির থামিয়ে বলো
এতোকাল ক'খানা পড়েছো।

সব ঘরই পবিত্র
অতএব তাণ্ডব থামিয়ে বলো
তুমি তার ক'খানা গড়েছো।



সাহিত্য/কবিতা

একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি হাসানআল আব্দুল্লাহ'র চারখানা বই


এনওয়াইনিউজ৫২.কম: অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি হাসানআল আব্দুল্লাহ'র চারখানা গ্রন্থ। এর মধ্যে দু'খানা গ্রন্থের সংস্করণ সহ নতুন গ্রন্থ থাকছে দু'খানা। তাঁর 'নির্বাচিত কবিতা'র দ্বিতীয় সংস্করণ প্রকাশ করছে অনন্যা প্রকাশনী এবং বহুল আলোচিত গ্রন্থ 'স্বতন্ত্র সনেট'-এর তৃতীয় ও বর্ধিত সংস্করণ প্রকাশ করছে ধ্রবপদ। এই সংস্করণে ৭৩টি নতুন সনেট সহ, মোট সনেট থাকছে ২০৩টি। প্রকাশিত হচ্ছে কবির লেখা দ্বিতীয় উপন্যাস 'ডহর'। উল্লেখ্য কবির প্রথম উপন্যাস 'আহত মুকুল' বেরিয়েছিলো ১৯৯৮ সালে। 'ডহর'-এর বেশ কিছু অংশ নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি সাপ্তাহিকে ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছিলো, এবং হঠাৎ কবিকে কিছু না-জানিয়ে মাঝপথে প্রকাশনা স্থগিত করা হয়। নারী আন্দোলন ও নারীর অগ্রযাত্রা উপন্যাসটির উপজীব্য হওয়ায় ওটির প্রকাশ উক্ত পত্রিকা বন্ধ দেয় বলে কবির ধারণা। উপন্যাসটির পটভূমি নিউইয়র্কে বাঙালীদের বসবাস, নারী আন্দোলন ও গ্রীন হাউজ ইফেক্ট। প্রকাশ করছে হাতেখড়ি। তাছাড়া হাসানআল আব্দুল্লাহর অনুবাদে হুমায়ুন আজাদের 'শ্রেষ্ঠ কবিতা'র দ্বিভাষিক সংস্করণ প্রকাশ করছে বিভাস। গ্রন্থটির ইংরেজী নাম 'সিলেকটেড পোয়েমস অব হুমায়ুন আজাদ।' সম্পাদনা করেছেন মার্কিন কবি স্ট্যানলি এইচ বারকান।


Contact Us