সব গ্রন্থই পবিত্র
|
নতুন বই বইমেলা ২০১১: কবি ও কবিতার বইনিউজ৫২.কম: মার্কিন কবি স্ট্যানলি বারকান একদা বলেছিলেন, ইটালিয়ানরা যেমন গান পাগল তেমনি বাঙালীরাও কবিতা পাগল। বাঙালী হিসেবে এটি সবারই গর্বের বিষয়। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশের প্রায় সবাই কবি। কেউ বুঝে, কেউ না বুঝে। আবার কেউ কেউ মিডিয়ার বদৌলতে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেই মিডিয়ার দৌরাত্ন্য বেড়েছে। বেড়েছে অনিয়ম, অপ-সংস্কৃতির বহর। তাই অনেকেই মিডিয়ার ঢাল মাথার ধরে কলম ঠুকতে ঠুকতে কবি হয়ে গেছেন। একুশে বইমেলায় তাদের পদচারণাই এখন বেশী। মাইক, ক্যামেরা, একশন; সবই এখন তাদের মুখের ম্যাজিক। তবে হ্যাঁ, এর বাইরেও একটি ধারা আছে। যে ধারায় উঠে এসেছিলেন আহসান হাবীব, শামসুর রাহমান, শহীদ কাদরী, হুমায়ুন আজাদের মতো কবিরা। এবং সুখের কথা যে এই ধারার কবিরা এখনও একাডেমীর মেলায় সমবেত হন। তাদের নিয়ে তাৎক্ষণিক হইচই না উঠলেও তাদের বুনন টিকিয়ে রাখবে বাংলা কবিতাকে সেই প্রত্যাশা করা যায়। আধুনিকতা পেরিয়ে, এই ধারাটি এখন উত্তরাধুনিক প্রধান কবিদের হাতে।বায়তুল্লাহ কদেরী, হাসানআল আব্দুল্লাহ, রহমান হেনরী, টোকন ঠাকুর, চঞ্চল আশরাফ প্রমুখ কবিদের প্রায় সবারই এক বা একাধিক গ্রন্থ এসেছে একুশের বই মেলায়। বায়তু্ল্লাহ কাদেরীর 'প্রিয় মধ্যবিত্ত, আমি কিন্তু ডাকছি আসুন' বেরিয়েছে নতুন প্রকাশনা সংস্থা ধ্রুবপদ থেকে। রহমান হেনরীর ১২খানা কাব্যগ্রন্থ থেকে প্রেম-ভালবাসার কবিতাগুলো একত্রিত করে বেরিয়েছে 'প্রণয় সম্ভার' ভাষাচিত্র থেকে, তাছাড়া তাঁর একটি নতুন বই 'দুঃখ ও আরো কিছু আনন্দ' এসেছে মেলায়। হাসানআল আব্দুল্লাহর বহুল আলোচিত ছন্দবিষয়ক বই 'কবিতার ছন্দ'র দ্বিতীয় ও বর্ধিত সংস্করণ প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স; অনন্যা থেকে বেরিয়েছে তাঁর ছড়াগ্রন্থ 'ছড়া মহাশয়'। এবছর অনেকগুলো বই বেরিয়েছে টোকন ঠাকুরের, এর মধ্যে আছে 'চরৈবেতি', 'জ্যোতি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলো' ও 'দুপুর আর দুপুর রইলো না' ইত্যাদি। নতুন বই বেরিয়েছে হেনরী স্বপন, সৌমিত্র দেব, মুজিব ইরম, সরকার আমিন, ওবায়েদ আকাশ, কুমার চক্রবর্তী প্রমুখ কবিদের। শব্দগুচ্ছ এনেছে নাজনীন সীমনের 'একটি বিড়াল ও আমার দুঃখ'। হুমায়ুন আজাদকে নিয়ে মৌলি আজাদ লিখেছেন, 'হুমায়ুন আজাদ: আমার বাবা', বইটি প্রকাশ করেছে আগামী। কবি ও প্রবন্ধকার আবু হাসান শাহরিয়ারের প্রবন্ধের বই 'আমরা একসঙ্গে হেঁটে ছিলাম' বেরিয়েছে ভাষাচিত্র থেকে। বেরিয়েছে সুব্রত আগাস্টিন গোমেজ, মাসুদ খান, মারুফ রায়হান, মুজিবুল হক কবির প্রমুখের নতুন বই। তরুণ কবিদের মধ্যে এমরান কবিরের 'কী সুন্দর মিথ্যাগুলো' বেরিয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে, অর্ণব আচার্য্যর 'শোকার্ত আলোর নিচে' বেরিয়েছে স্বরাজ প্রকাশনী থেকে, সায়ীদ আবুবকরের 'মেসোপটেমিয়ার মেম' বেরিয়েছে পরিলেখ প্রকাশনি থেকে, সুমন ধারা শর্মার 'প্রবেশ নিষেধ' বেরিয়েছে কলকতার ভাষাবন্ধন থেকে, রজনু রাইনের 'দেবতাগণ' বেরিয়েছে কবিতাসংক্রান্তি থেকে, নভেরা হোসেনের 'পেন্ডুলাম ও শিশুর দোলনা' বেরিয়েছে শুদ্ধস্বর থেকে, শুদ্ধস্বর থেকে আরো বেরিয়েছে পিয়াস মজিদের 'মারবেল ফলের মৌসুম' ও মৃতুল দত্তের 'যে মেয়েটি গোপনে গিটার'। বিজয় আহমেদের 'মুচকি হাসির কবিতা' বেরিয়েছে কথা প্রকাশ থেকে। |