news52.com a e-news paper in Bengali and English with video excerpts.
Logo: NYnews52.com


সময়কে এইভাবে ভেঙে টুকরো টুকরো
করে প্রত্যেকের হাতে
জিলিপির মতো
তুলে দেয়া যায়



স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের লেখা



আব্দুল মুহিত

পহেলা বৈশাখ


রমনার বটমূলে
হাজার মানুষের ভিড়ে
গানের তালে তালে
ঢোল আর ঢাক বাজে।

বৈশাখের রঙে
মুখরিত মুখ
সবারই মনে যেন
বৈশাখের সুখ।

বাতাসের মৃদু তালে
ইলিশ আর পান্তা
খাচ্ছে সবাই মিলে
গাইছে পাখি
ফুটেছে ফুল:
বলছে কানে কানে
এলোরে বৈশাখ,
পহেলা বৈশাখ

লাল আর সাদা যেন
প্রজাপতির ঝাঁক
গাইছি সবাই:
এলোরে পহেলা বৈশাখ।

আখতারুণ ভূঁইয়া

আমার ভাষা


বাংলা ভাষা প্রথম ভাষা,
আমার বাংলা ভাষা।

একদিন মানুষ ছিনিয়ে এনেছে বাংলাকে
কিন্তু এই বৈশাখে পারবে কি তারা
ফিরিয়ে আনতে আমাদের ভালবাসা!

এই নতুন দিনে কি
লক্ষ শহীদের রক্ত যাবে বৃথা!

বাংলা আমার প্রথম ভাষা
বাংলা আমার শেষ ভাষা।

আবুল খায়ের

পানতা ইলিশ


কি দিন আসে
বছরের সব পাল্টে যায়।
সবাই পুরোনো দিনের হিসেব শেষে
খোলে নতুন বছরের খাতা।

বাজে ঢোল বাজে ঢাক

ফুলে ফলে ভেসে আসে
পহেলা বৈশাখ।

রমনার বটমূলে
লাল সাদা পাঞ্জাবী পরে
পানতা ইলিশ খেতে
লাগে বেশ।

মিজবাহউদ্দীন রিজভি

শুধু খাবো


খাবো খাবো শুধু খাবো
ভাত থাবো, আলু খাবো
ডাল খাবো ঝোল খাবো
মাঝে মাঝে দোল খাবো
খাবো খাবো শুধু খাবো।

মাছ খাবো গাছ খাবো
পেট ভরে মিল খাবো
মাঝ রাতে কিল খাবো
খাবো খাবো শুধু খাবো।

কফি খাবো, চা-ও খাবো;
রুটি খাবো পুঁটি খাবো
গ্রীষ্মের ছুটি খাবো
খাবো খাবো শুধু খাবো।